১লা অক্টোবর থেকে SBI-এর টাকা তোলায় আসছে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন শুরু করতে চাইছে সরকার। সেই পথে হেঁটেই এসবিআই কিছুদিন আগে জানিয়েছে তারা ডেবিট কার্ড তুলে দিয়ে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে লেনদেন চালু করতে চাইছে। ডেবিট কার্ড বন্ধ করে Yono পরিষেবার মাধ্যমে টাকা তোলার কথা এসবিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে। দিন দিন বেড়ে চলা ব্যাঙ্ক জালিয়াতি এবং প্রতারণা রুখতেই এসবিআই এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। এবার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএমে টাকা তোলার নিয়ম কিছু বড়োসড়ো বদল আনতে চলেছে। চলতি বছরের ১লা অক্টোবর থেকে সারাদেশে লাগু হচ্ছে এই নতুন নিয়ম।

বর্তমানে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মাসে ৮ থেকে ১০টি ট্রানজেকশন ফ্রীতে দেওয়া হয়। এর থেকে বেশি বার টাকা লেনদেন করলে বাড়তি চার্জ লাগে। ১লা অক্টোবর থেকে এই নিয়মের সঙ্গে যুক্ত হচ্ছে আরও বেশ কিছু নিয়ম।

বর্তমানে কি নিয়ম চালু আছে?

স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস একাউন্ট থেকে সর্বাধিক ৮ বার নিখরচায় লেনদেন করতে পারেন। এর মধ্যে ৫টি স্টেট ব্যাঙ্ক ও ৩টি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে। এই নিয়ম মেট্রো শহরের জন্য।  মেট্রো শহরের বাইরে ১০ বার বিনামূল্যে লেনদেনের সুযোগ আছে। এদের মধ্যে ৫ টি স্টেট ব্যাঙ্ক এবং ৫ টি অন্য ব্যাঙ্ক।

কোন গ্রাহক যদি ৮ বা ১০ বার টাকা লেনদেন করার পরও এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে জিএসটি ছাড়া ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত চার্জ কাটা হয়।

নতুন কি নিয়ম আসতে চলেছে?

আগামী ১লা অক্টোবর থেকে যদি কোন গ্রাহকের একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স থাকার কারণে এটিএমে লেনদেন না হয় সে ক্ষেত্রে ২০ টাকা ও সঙ্গে জিএসটি নেওয়া হবে।

যদি কোন গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট এসবিআই-তে হয় তাহলে সেই গ্রাহক স্টেট ব্যাঙ্কের যেকোনো এটিএমে ভারতের যেকোনো জায়গায় যতবার খুশি বিনামূল্যে লেনদেন করতে পারবেন।

যদি কোন গ্রাহক তার একাউন্টে একটি নির্দিষ্ট ব্যালান্স সবসময় বজায় রাখেন তাহলে স্টেট ব্যাঙ্ক বা অন্যান্য যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে সেই গ্রাহক যতবার খুশি টাকা তুলতে পারবেন। এর জন্য গ্রাহককে ন্যূনতম ২৫,০০০ টাকা তার অ্যাকাউন্টে রাখতে হবে।