খরচ বাঁচবে অনেকটাই, পেট্রোল ডিজেল কিনতে ব্যবহার করুন ফুয়েল ক্রেডিট কার্ড

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দিন দিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমান পেট্রোল-ডিজেলের দাম এমন জায়গায় পৌঁছেছে যা আমজনতাদের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যদিও মানুষ এমনই অভ্যাসের দাস হয়ে পড়েছেন যে যানবাহন ছাড়া যাতায়াত না করতে পারায় বাধ্য হয়ে পেট্রোল-ডিজেলে খরচ করে চলেছেন।

অভ্যাসের দাস হওয়া ছাড়াও বর্তমানে মানুষের জীবনে এতটাই কর্মব্যস্ততা এসেছে যে যানবাহন ছাড়া রাস্তায় বের হওয়া মুশকিল। সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছে কাজ না সারতে পারলে সমস্যা আরও বাড়বে। এমত অবস্থায় যখন যানবাহন মানুষের জীবনে অঙ্গাঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেই সময়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ফুয়েল ক্রেডিট কার্ড ব্যবহার করে পেট্রোল ডিজেল কিনলে অনেকটাই খরচ বাঁচবে।

বিভিন্ন ব্যাঙ্কের থাকা এই সকল ফুয়েল ক্রেডিট কার্ড ব্যবহার করে লিটার প্রতি পেট্রোল ডিজেলর ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় পাওয়া যায়। যদিও এই অঙ্কটা সামান্য, তবে হিসাব কষলে দেখা যাবে, যে পরিমাণ জ্বালানি এক একজন ব্যক্তি তাদের যানবাহনের ক্ষেত্রে খরচ করে থাকেন সেই হিসাবে অনেকটাই মাসের শেষে সাশ্রয় হবে।

ICICI Bank HPCL Super Saver Credit Card : আইসিআইসিআই ব্যাঙ্কের এই ফুয়েল সেভার ক্রেডিট কার্ড হিন্দুস্তান পেট্রোলিয়াম পেট্রোল পাম্পে তেল কেনার সময় ব্যবহার করলে বিলে সার চার্জ ছাড় সহ ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়৷

BPCL SBI Card Co-branded RuPay Contactless Credit Card : তেলের উপর সার চার্জ বাঁচাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে তেল কেনার সময়। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে BPCL পেট্রোল পাম্পে প্রত্যেক ১০০ টাকাই ১৩ রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। যা ৪.২৩ শতাংশ পর্যন্ত ভ্যালুব্যাকের সুবিধা দেয়। এছাড়াও ১ শতাংশ সার চার্জ ছাড় রয়েছে।

IndianOil CitiBank Platinum Credit Card : শুনতে অবাক লাগলেও এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে এক একজন ব্যক্তি বছরে ৭১ লিটার পর্যন্ত পেট্রোল ডিজেল সম্পূর্ণ বিনামূল্যেই পেতে পারেন। IndianOil এর পেট্রোল পাম্পে এই কার্ড ব্যবহার করে পেট্রোল ডিজেল কিনলে প্রতি ১৫০ টাকা খরচ করলে ৪ টার্বো পয়েন্ট পাওয়া যায়। এই টার্বো পয়েন্ট রিডিম করে এক একজন ব্যবহারকারী বছরে ৭১ লিটার পর্যন্ত ফুয়েল পেতে পারেন বিনামূল্যে।

IndianOil HDFC Bank Credit Card : এইচডিএফসি ব্যাঙ্কের এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্প থেকে কোন গ্রাহক ফুয়েল কিনলে পয়েন্ট পেয়ে থাকেন। সেই সকল পয়েন্ট রিডিম করে ব্যবহারকারী বছরে ৫০ মিটার পর্যন্ত ফুয়েল পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও একই ধরনের অন্যান্য ব্যাঙ্কের বেশকিছু ক্রেডিট কার্ড রয়েছে।