আম্বানির মাথায় হাত, ধনী তালিকায় এগিয়ে গেলেন আদানি, রইলো সম্পত্তির পরিমাণ

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সেরা ধনীদের বার্ষিক তালিকা প্রতিবছর প্রকাশ করে থাকে ফোর্বস ম্যাগাজিন। প্রতিবছরের মতো এবছরও তারা এই তালিকা প্রকাশ করেছে সম্প্রতি কয়েকদিন আগে। সেই তালিকায় লক্ষ্য করা যায় বিশ্বের সেরা ধনীদের ক্রমানুসারে দশম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং একাদশ স্থানে রয়েছেন গৌতম আদানি।

বার্ষিক এই ধনীর তালিকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তার কর্ণধার মুকেশ আম্বানিকে স্বস্তি দিলেও সাম্প্রতিককালের একটি তালিকা চরম অস্বস্তিতে ফেলেছে মুকেশ আম্বানিকে। ফোর্বসের সাম্প্রতিককালের ধনীদের এই তালিকা বলছে, বিশ্বের সেরা ধনীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে গৌতম আদানি। ফোর্বসের পক্ষ থেকে তথ্য প্রকাশ করে এমনটা জানানো হয়েছে।

ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ৫৯ বছর বয়সী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ ১২৩.৭ বিলিয়ন ডলার। বর্তমান এই বিপুল সম্পত্তির কারনে তিনি বিশ্বের সেরা ধনীদের মধ্যে পঞ্চম স্থানে উঠে আসার পাশাপাশি তিনি এখন ভারত তথা এশিয়ার ধনী তম শিল্পপতি।

ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সম্পত্তির নিরিখে এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানিকে ১৯ বিলিয়ন ডলারে পিছিয়ে ফেলেছেন। বস্তুত ফোর্বসের সাম্প্রতিককালের এই তালিকা বলছে, বিশ্বের ধনীদের তালিকায় গৌতম আদানির আগে রয়েছেন মাত্র চারজন ধনকুবের।

গৌতম আদানির আগে যে সকল ধনকুবেররা রয়েছেন তারা হলেন, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। যার সম্পত্তির পরিমাণ ১৩০.২ বিলিয়ন। ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট। যার সম্পত্তির পরিমাণ ১৬৭.৯ বিলিয়ান। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। যার সম্পত্তির পরিমাণ ১৭০.২ বিলিয়ান এবং স্পেস এক্স ও টেসলার সিইও এলন মাস্ক। যার সম্পত্তির পরিমাণ ২৬৯.৭ বিলিয়ান।