সব ছারখার, বিশ্ব ধনীদের ২০ তালিকাতেও রইলেন না আদানি, খারাপ অবস্থা

নিজস্ব প্রতিবেদন : কখন কার ভাগ্যে কি লেখা রয়েছে তা বলা সত্যিই অসম্ভব। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adami) দেখলে সেটাই প্রমাণিত হবে। গৌতম আদানি মাত্র কয়েক দিনের মধ্যে যেভাবে বিশ্ব ধনীদের তালিকায় তরতরিয়ে ওঠে আসেন তা যেমন চোখে পড়ার মতো ছিল, ঠিক সেই রকমই চোখে পড়ার মতো তার বর্তমান পরিস্থিতিও।

এই গৌতম আদানি মাত্র কয়েকদিন আগেই ছিলেন বিশ্বের দ্বিতীয় ধনীতম শিল্পপতি, আর সেই গৌতম আদানিই আজ বিশ্ব ধনীদের ২০-র তালিকা থেকেও ছিটকে গেলেন। যা এতদিন কেউ ভেবে উঠতে পারেননি, সেটাই হতে দেখা গেল গৌতম আদানীর ক্ষেত্রে। মাত্র তিন দিনের মধ্যেই তিনি ১২৪ বিলিয়ন সম্পত্তি খুইয়েছেন।

গত মাসের মাঝামাঝি সময়ে আদানি গোষ্ঠী ৬১ বিলিয়নের সামান্য কিছু সম্পত্তি এদিক-ওদিক হয়েছিল। এরপর এই প্রথম একসঙ্গে এত পরিমাণ সম্পত্তি কমলো আদানির। সম্পত্তির এইভাবে ক্ষয়ের ফলে ৩১ জানুয়ারি গৌতম আদানি বিশ্ব ধনী তালিকায় প্রথম ১০ থেকে ছিটকে যান। তবে এরই মধ্যে মাত্র তিন দিন হতে না হতেই ছিটকে গেলেন ২০-র তালিকা থেকেও।

আকাশ থেকে পড়া একেই বোধহয় বলা হয়ে থাকে। বছর দেড়েক আগে গৌতম আদানি বিশ্ব ধনীদের তালিকায় সেই ভাবে নজর কাড়তে পারেননি। এশিয়ার মধ্যেও তিনি ছিলেন তৃতীয় স্থানে। পরে ধাপে ধাপে চিনা ধনকুবের এবং মুকেশ আম্বানির মতো ধন কুবেরদের পিছনে ফেলে দেন। কিন্তু এখন কোন জায়গায় এসে পড়লেন আদানি!

সম্পত্তি বৃদ্ধির নিরিখে তুফানের গতি কাকে বলে তা দেখিয়েছেন গৌতম আদানি। ২০২১ সালে তার সম্পত্তির পরিমাণ বেড়েছিল ২৬১ শতাংশ। যেভাবে তার সম্পত্তির পরিমাণ বেড়েছিল তা দেশের সমস্ত ধনকুবেরদের সম্পত্তি বৃদ্ধির রেকর্ডকে ভেঙে দেয়। তবে এখন একইভাবে তার সম্পত্তি ক্ষয় হতে শুরু করেছে হিন্ডেনবার্গ (Hindenburg) রিসার্চ সংস্থার রিপোর্টে।