বাদশার গানে জ্যাকলিনের অনবদ্য নাচ, ভাইরাল গেঁদা ফুলের বাংলা ‘চা’ ভার্সন

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপের মাঝে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই অনলাইনে দুটি জিনিস সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর এই দুটি জিনিসই আপনাদের বেশ চেনা। একটি বাদশাহ’র গলায় জ্যাকলিন ফার্নান্ডিসের বাঙালি অবতারে আগুন ঝড়ানো নাচ, তার সাথে বাংলার সেই পুরনো লোকগীতি। এতক্ষণে বুঝেই গেছেন নিশ্চয়। হ্যাঁ, কথা হচ্ছে বীরভূমের সিউড়ির রতন কাহারের ‘বড় লোকের বেটি লো’ গানটির নতুন রূপ নিয়ে।

আর অন্য একটি ট্রেন্ডিং হলো, যিনি এখন চা প্রেমী বাঙালির প্রতীক স্বরূপ হয়ে উঠেছেন, তাকেও আপনারা খুব ভালো করেই চেনেন। দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলায় বন্ধ হয় বাঙালির চায়ের দোকানের আড্ডা। আর সেই সময়ই একটি চায়ের দোকানে পুলিশ তাকে সরাতে গেলে ওই ব্যক্তির বিখ্যাত উক্তি ‘চা খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি।’

তার সাথেই আছেন আর একজন আছেন, যিনি অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করেছিলেন ‘আমরা খাবো না চা?’। এখানেই শেষ নয়, তাদের সাথেই নীরব দর্শক হিসেবে ছিলেন আরও একজন।

বর্তমানের এই দুই ট্রেন্ডিং টপিককে একত্রিত করে দুর্দান্ত এডিটিংয়ের কারুকার্যে এক করে একটি গান বানিয়ে ফেলেছে ‘খোকন অ্যান্ড কোম্পানি’ নামের একটি ফেসবুক পেজ। যেখানে বাদশাহের গানের সুর থাকলেও কথা পুরোটাই ‘চা’কে কেন্দ্র করে। বাদশাহের জায়গায় আসছেন সেই ‘চা প্রেমী’রা আর খোদ জ্যাকলিন, চায়ের কাপ। আর ঘরবন্দী বাঙালির আপামর ফেসবুকে এই ভিডিও ছড়িয়ে দিতে মোটেই সময় লাগেনি বেশী। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। আর তার সাথেই লাইক কমেন্ট ও শেয়ারের বন্যা। এই নতুন ‘চা’ ভার্সনের ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলেও বেশ ভালো ভাইরাল হয়েছে।