Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন! সময় লাগবে মাত্র ৫ মিনিট

বিভিন্ন প্রয়োজনে মানুষের ব্যাংক লোন (Bank Loan) নিতে হয়। তবে ব্যাঙ্ক লোন নেওয়া এতদিন পর্যন্ত সাধারণ মানুষের কাছে মোটেই সহজ ছিলনা। তার জন্য প্রয়োজন হতো তাঁদের নিজস্ব ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র। কিন্তু বর্তমানে ব্যাংক লোন নিতে গেলে আধার কার্ড (Aadhaar Card) -এর মাধ্যমেও তা সহজে হয়ে যাবে। ব্যাঙ্কগুলি এখন আধার কার্ড ব্যবহার করে E-KYC করতে পারে। পদ্ধতিটা খুবই সহজ এবং এর মাধ্যমে আপনি কীভাবে লোন নেবেন, তাও একনজরে দেখে নেওয়া যাক।

যদি কোনো ব্যক্তি তার ঋণের জন্য আবেদন করে তবে তার জন্য, আধার কার্ড থাকা বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আধার কার্ড (Adhaaar Card) -এর মাধ্যমেই আবার ঋণ পেতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মতো ভারতের অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা। আধার কার্ড থাকলে আপনি ৫ মিনিটের মধ্যেই ব্যাংক লোন (Bank Loan) পেতে পারেন।

তবে অবশ্যই আপনাকে আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করতে হবে। যদি আপনার ক্রেডিট স্কোর ৭৫০ বা তার উপরে হয় তাহলেই আপনার নামে ব্যাংক লোন (Bank Loan) হয়ে যাবে। তবে আপনি আধার কার্ডের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। অনেক সময় দেখা যায় আবেদন করার ৫ মিনিটের মধ্যেই অনুমোদন হয়ে যায় এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সাথে সাথেই ঢুকে যায়।

তবে আধার কার্ড (Adhaar Card) -এর মাধ্যমে কিভাবে ব্যাংক লোন (Bank Loan) পাওয়া সম্ভব সেটাই দেখতে হবে। যদি আপনি আধার কার্ড ব্যবহার করে ঋণ নিতে চান তাহলে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এছাড়াও ব্যাঙ্কের মোবাইল অ্যাপ এর মাধ্যমে আপনি ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন। এরপর আপনি একটি OTP পাবেন। সেই OTP আপনাকে দিয়ে দিতে হবে। তারপরই আপনাকে ব্যক্তিগত ঋণ বেছে নিতে হবে। কত টাকার ঋণ নেবেন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনাকে লিখতে হবে। সাথে আপনাকে প্যান কার্ডের বিস্তারিত তথ্যও দিতে হবে।

যখন সব নথি আপনি সাবমিট করবেন তখন সমস্ত তথ্য ব্যাংক দ্বারা ক্রস চেক করতে হবে। শেষপর্যন্ত যদি আপনার ঋণ অনুমোদিত হয়, তাহলেই আপনার ঋণ সোজাসুজি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।