হারিয়ে যাওয়া Aadhaar Card চটজলদি পাওয়ার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : Aadhaar Card বা Aadhaar নম্বর বর্তমানে ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। Aadhaar ছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন না নাগরিকরা। শুধু সরকারি প্রকল্পের সুবিধা নয়, Aadhaar ছাড়া বর্তমানে বহু কাজই আটকে পড়তে পারে। সুতরাং Aadhaar আকাটা ভারতীয় নাগরিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তবে বহু সময় দেখা যায় যে Aadhaar Card হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়া Aadhaar Card পেতে নাগরিকরা এখানে-ওখানে ছোটাছুটি করেন। আর এই হয়রানি থেকে নাগরিকদের রক্ষা দিতে UIDAI এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি সুবন্দোবস্ত। যার মাধ্যমে অতি সহজে চটজলদি হারিয়ে যাওয়া Aadhaar Card পেয়ে যাবেন নাগরিকরা।

হারিয়ে যাওয়া Aadhaar Card চটজলদি পাওয়ার পদ্ধতি

১) প্রথমেই নাগরিকদের যেতে হবে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/।

২) সেখানে একগুচ্ছ বিকল্পের মাঝে ‘Get Aadhaar’ মূল বিকল্পে থাকা ‘Retrieve Lost or Forgotten EID/UID’ অপশনে ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পর্যায়ে খুলে যাওয়া নতুন পেজে ‘Aadhaar No (UID)’ অথবা ‘Enrolment ID (EID)’ দিতে হবে।

৪) এরপর নিচের নাম, মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি সঠিক জায়গায় সঠিক ভাবে দিতে হবে।

৫) ঠিক তার পরেই ‘Captcha Verification’ করে ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর আপনার আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে একটি ওটিপি আসবে। যেটিকে ঠিকভাবে সঠিক জায়গায় দিয়ে সাবমিট করতে হবে।

এই প্রক্রিয়াগুলি সঠিক ভাবে হওয়ার পর আপনি পরবর্তী পর্যায়ে ‘Download e-Aadhaar’ অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার ‘Aadhaar Card’ ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনার থেকে কোনরকম শুল্ক নেওয়া হবে না। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নাগরিকদের অবশ্যই তার Aadhaar নম্বরের সাথে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি রেজিস্টার্ড থাকতে হবে।