পাশ্চাত্য ছেড়ে ভারতীয় রীতিতে বিয়ে করলেন ক্রিকেটার ম্যাক্সওয়েল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় যুবতীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এই গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় রীতিতে তাকে বিয়ে করতে দেখা যায়। ২৭ মার্চ অর্থাৎ রবিবার তামিল রীতি মেনে তিনি বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনকে।

তবে রবিবার তাদের এই বিয়ের আগে গত ১৮ মার্চ তিনি ভিনি রমনকে বিয়ে করেন খ্রিস্টান রীতি মেনে। কিন্তু ভিনি রমন যেহেতু একজন তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে সেই কারণে পুনরায় রবিবার ভারতের তামিল রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। আর তাদের এই দুজনের মালা বদলের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে তামিল ভাষায় তাদের দুজনের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই কার্ড ভাইরাল হওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তবে সেই সকল চিন্তা দূর করে অবশেষে নির্বিঘ্নেই তামিল রীতি মেনে তাদের এই বিয়ে হল।

তামিল রীতি মেনে ম্যাক্সওয়েলের বিয়ে হওয়ার সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি তার অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। ম্যাক্সওয়েল তার বিয়ের কারণেই আরসিবির প্রথম আইপিএল ম্যাচে খেলতে পারেননি। অন্যদিকে অনুরাগীরা ছাড়াও তাদের দুজনের এই বিয়েতে চেন্নাই সুপার কিংস দুজনের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছে।

অন্যদিকে ম্যাক্সওয়েল এবং আরসিবির এক অনুরাগী নবদম্পতির ছবি পোস্ট করে লিখেছেন, “সত্যি বলতে তোমাকে দারুণ লাগছে। আবার তোমাকে আরসিবি স্কোয়াডে যোগ দিতে দেখার অপেক্ষায় রয়েছি।” অন্যদিকে আরসিবির দ্বিতীয় ম্যাচ অর্থাৎ কলকাতার বিরুদ্ধে ম্যাচেও তাকে পাওয়া যাবে না বলেই আশা করা হচ্ছে।