সুখবর, রেপো রেট বাড়লেও লোনের উপর সুদ কমালো জনপ্রিয় এই ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : দেশের মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একাধিকবার রেপো রেট (Repo Rate) বৃদ্ধি করেছে। রেপো রেট বৃদ্ধি করার সেই ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি ফের একবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করে। একের পর এক রেপো রেট বৃদ্ধি করার ফলে যেমন স্থায়ী আমানত সহ বিভিন্ন ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেইরকমই আবার ঋণের (Loan) ক্ষেত্রেও সুদ বৃদ্ধি পেতে শুরু করেছে।

তবে ঋণের ক্ষেত্রে অধিকাংশ ব্যাংক সুদ বাড়ানোর পথে হাঁটলেও জনপ্রিয় একটি ব্যাংক সুদ বৃদ্ধি করার পরিবর্তে কমিয়ে দিল। জনপ্রিয় ওই ব্যাংকের এমন সিদ্ধান্ত তাদের ব্যাংকের ঋণগ্রহী তাদের কাছে পোয়াবারো। স্বাভাবিকভাবেই যারা বিভিন্ন কারণে ঋণ নিতে আগ্রহী তারা জনপ্রিয় এই ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহ প্রকাশ করছেন।

ঋণের ক্ষেত্রে এমন সুযোগ দেওয়া হল কানাড়া ব্যাংক (canara bank)। জনপ্রিয় এই ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য ঋণের ক্ষেত্রে ১৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে। এই বিষয়ে ব্যাংকের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, RLLR ৯.৪ শতাংশ করা হয়েছে।

সেক্ষেত্রে যে সকল গ্রাহকদের গৃহঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ ৯.২৫ শতাংশ রয়েছে তারা ০.২৫ শতাংশ ছাড় পাবেন। তবে এই সুবিধা সেই সকল গ্রাহকদের দেওয়া হবে যারা কম ঝুঁকির ঋণগ্রহীতা। যে সকল গ্রাহকরা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হাউজিং লোন নিয়েছেন অথবা নেবেন তারা এই সুবিধা পাবেন।

ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে কোন ঋণগ্রহীতা যদি একজন মহিলা হন এবং ঋণের ক্ষেত্রে ঝুঁকি না থাকে তাহলে তাকে ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। অন্যদের জন্য সুদের পরিমাণ হবে ৯.০৫ শতাংশ। তবে যদি কোন মহিলা ঋণগ্রহীতার ক্ষেত্রে ঋণের উপর ০.০৫ শতাংশ ঝুঁকি থেকে যায় তাহলে তার ক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৯.৩০ শতাংশ। একইভাবে অন্যান্যদের ক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৯.৩৫ শতাংশ। এছাড়াও ঝুঁকির মান হিসেবে সুদের পরিমাণ পরিবর্তিত হবে।