সুখবর, নতুন ৬টি ফিচার যুক্ত হতে চলেছে Android স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ মানুষই Android স্মার্টফোন ব্যবহার করে থাকেন। এই Android প্ল্যাটফর্ম অন্যান্য প্লাটফর্মের তুলনায় বহুল প্রচলিত। ইউজার ফ্রেন্ড ফিচার দিনের পর দিন Android প্ল্যাটফর্মকে আরও জনপ্রিয় করে তুলছে। আর জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদেরও নতুন নতুন ফিচারের চাহিদা বাড়ছে। আর এই চাহিদা সম্পন্ন Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার সুখবর। কারণ খুব সম্প্রতি Android স্মার্টফোনে আসছে নতুন ৬ টি ফিচার।

১) Gboard ইমোজি কিচেন : নতুন এই ফিচারটি এবার যুক্ত হতে চলেছে Android স্মার্টফোনে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ইমোজি স্টিকার তৈরি করতে পারবেন। আর এই ইমোজি স্টিকার তৈরি করার ক্ষেত্রে সহজতর পদ্ধতি আনছে গুগল (Google)।

২) জেনারেটেড ন্যারেটার ফর বুকস : কোন অডিও ভার্ষন ছাড়াই গুগল প্লে বুকস-এর জন্য এই ন্যারেটার ফিচার সংযুক্ত হতে চলেছে।

৩) ভয়েস অ্যাক্সেস ফিচার : বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য গুগল ভয়েস অ্যাকসেস ফিচারটিকে আরও উন্নত করতে চলেছে। আর এর ফলে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলি খুব সহজে ব্যবহার করতে পারবেন।

৪) Go Tab on Google Maps : গুগল ম্যাপে সংযুক্ত হতে চলেছে নতুন এই ফিচারটি। এই বিশেষ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের পছন্দের জায়গা নেভিগেট করতে পারবেন। পাশাপাশি দিক নিদর্শন, বর্তমান ট্রাফিক ইত্যাদি আরও সহজলভ্য হয়ে যাবে নতুন এই ট্যাব সংযুক্ত হওয়ার ফলে। পাশাপাশি এই ফিচার সংযুক্ত হয়ে যাওয়ার পর পাবলিক ট্রান্সপোর্টের নির্দিষ্ট রুটও পিন করে রাখা সম্ভব হবে।

৫) Android Auto : অ্যান্ড্রয়েড অটো পরিষেবা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রসারিত করা হচ্ছে। আগামী দিনে ভারতের ব্যবহারকারীরা এই ফিচার পেতে চলেছেন।

৬) Nearby Share : অ্যাপ্লিকেশন শেয়ার করার এই ফিচার সংযুক্ত হতে চলেছে গুগল প্লে-তে। যার ফলে আলাদা করে আর কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না ব্যবহারকারীদের।

ইতিমধ্যেই এই সকল ফিচারগুলি বিটা প্রোগ্রাম মেম্বারদের জন্য উপলব্ধ হয়েছে। তবে সব ফিচারগুলি সাধারণদের জন্য আসতে চলেছে ২০২১ সালের প্রথম দিকেই বলে জানা গিয়েছে।