এই ধরনের প্লাস্টিক ব্যবহার করলেই জরিমানা, শুধু বিক্রেতারা নয়, দিতে হবে ক্রেতাদেরও

নিজস্ব প্রতিবেদন : প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে দীর্ঘদিন ধরেই নানান ধরনের নিয়ম এবং আইন আনা হচ্ছে সরকারের তরফ থেকে। তবে এক এক সময় এই নিয়ম কঠোরভাবে কার্যকর হতে লক্ষ্য করা গেলেও পরে আবার তাতে ঢিলেমি লক্ষ্য করা যায়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার।

প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষণ বাড়াচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও এই প্লাস্টিক প্যাকেট বা ক্যারিব্যাগ বিভিন্ন নালা-নর্দমা আটকে জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে। বর্ষা এলে এই সমস্যা সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। প্লাস্টিকের কারণে বিভিন্ন জায়গায় জল জমতে লক্ষ্য করা যায়। সেই জল জমে এলাকা প্লাবিত করার পাশাপাশি পরিবেশ দূষণ করে।

এরই পরিপ্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রন বা তার নিচে প্লাস্টিকের ব্যবহার। এই ধরনের প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে হাওড়া, দার্জিলিং সহ বেশ কিছু জায়গায়। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে কলকাতা সহ রাজ্যের সর্বত্র।

সাধারণত মাছ, মাংস, শাক সবজির দোকানে এই ধরনের প্লাস্টিকের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এবার আর এই ধরনের প্লাস্টিক অর্থাৎ ক্যারিব্যাগের ব্যবহার করা যাবে না। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এই নিয়ম কেউ লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এই জরিমানা কেবলমাত্র বিক্রেতাদের থেকেই প্রযোজ্য হবে এমনটা নয়। এই জরিমানা করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মোটের উপর এই ধরনের প্লাস্টিক ব্যবহার করলেই তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। এই প্লাস্টিক ব্যবহার করার পরিবর্তে কাগজ, পাট অথবা বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।