কুকুর, পশুদের আঘাতে ৭৫০০০ টাকা অব্দি জরিমানা, সংশোধনী আইন আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : রাস্তার কুকুর অথবা অন্য কোন পশুদের উপর অত্যাচার চালালে আইন মোতাবেক তা দণ্ডনীয় অপরাধ। এনিয়ে ভারতে আইনও রয়েছে। তবে এযাবত যে আইন ছিল তাতে বেশ লঘু আকারেই বিষয়টিকে দেখা হতো। কিন্তু আর নয়। এবার এই আইনের এমন সংশোধন আনতে চলেছে কেন্দ্র, যাতে ৭৫০০০ টাকা পর্যন্ত জরিমানার সাথে হাজতবাসও হতে পারে।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুরাতন আইন অনুসারে রাস্তার কুকুর অথবা অন্যান্য পশুদের ঢিল মারা থেকে অন্যান্য অত্যাচারে, এমনকি মেরে ফেলা হলেও মাত্র ৫০ টাকা জরিমানা দিয়ে রেহাই মিলতো। কিন্তু এবার এই ছয় দশকের আইনের সংশোধন আনতে চলেছে কেন্দ্র সরকার। সংশোধনী আইনে তিন ধরনের খসড়ার কথা বলা হয়েছে। আর সেই তিন ধরনের খসড়া অনুযায়ী সাজা দেওয়া হবে।

তিন ধরনের এই খসড়া হলো আঘাত, আঘাতের ফলে ক্ষত এবং আঘাতের কারণে মৃত্যু। আঘাত করলে আঘাতকারীর ৭৫০ টাকা থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি প্রচুর মূল্যের তিনগুণ জরিমানাও হতে পারে। আর আঘাতের কারণে পশুর মৃত্যু হলে হাজতবাস পর্যন্ত হতে পারে অপরাধকারীর। রাজ্যসভার সাংসদ রাজিব চন্দ্রশেখর এই আইন সংশোধনের প্রস্তাব এনেছেন।

জানা গিয়েছে পশুদের উপর অত্যাচার সংক্রান্ত এমন ৩১৬টি মামলা চলছে দেশের বিভিন্ন আদালতে। যার মধ্যে আবার ৬৪টি মামলা রয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে। আইন সংশোধনের বিষয়ে খসড়ার কাজ শেষ হওয়ার পর তা জানানো হবে সমস্ত মহলকে। তারপরেই নতুন আইন আনার পথে হাঁটবে কেন্দ্র।