Aadhaar Card-এর ঠিকানা বদলের নিয়মে বড় পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কর্মসংস্থানের তাগিদে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস করতে বাধ্য হন তাদের সুবিধার্থে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নিয়মের শিথিলতা আনলো কেন্দ্র সরকার। এবার থেকে শুধু সেল্ফ ডিক্লারেশন বা স্বঘোষণার মাধ্যমে বদলে ফেলা যাবে আধারের ঠিকানা। আর সেই আধার ব্যবহার করে খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, করা যাবে আর্থিক লেনদেন।

এবিষয়ে বুধবার কেন্দ্র সরকারের গেজেটে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চাইলে এই বিষয়ে একটি সেল্ফ ডিক্লারেশন বা স্বঘোষিত বিবৃতি দিতে হবে। বলা হয়েছে, শুধুমাত্র ওই সেল্ফ ডিক্লারেশন জমা দিলেই ঠিকানায় পরিবর্তন করা যাবে।

প্রসঙ্গত আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করার জন্য বেশ কয়েক দিন ধরেই আবেদন উঠছিল। বিশেষ করে যারা কর্মসংস্থানের জন্য অথবা ভিন শহরে বা ভিন রাজ্যে বসবাস করেন তাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন জরুরি হয়ে ওঠে।অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মসংস্থানের কারণে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা পার্থক্য থেকে যায়।

যাঁরা কর্মসংস্থানের তাগিদে বাসস্থান ছেড়ে ভিন্ন শহরে থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে ব্যাঙ্ক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবশ্যিক KYC নথি জমা দিতে গেলে এই সমস্যা দেখা দেয়। ফলে এবার থেকে আধারের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিলতা আসায় বহু মানুষের সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে।