আর নয় কুপ্রভাবের বিজ্ঞাপন! কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফিরে মনোরঞ্জনের জন্য পরিবারের সকলকে নিয়ে চোখ রেখেছেন টিভির পর্দায়, দেখছেন কোন টিভি সিরিয়াল অথবা সিনেমা, খেলা, খবর বা অন্য কিছু। হঠাৎ বিজ্ঞাপন বিরতি। পেশার খাতিরে বিজ্ঞাপন বিরতি কোন দোষের নয়, তবে সেই বিজ্ঞাপন বিরতিতে উঠে আসে এমন কিছু বিজ্ঞাপন যা আপনাকে আপনার পরিবারের সামনে অস্বস্তিতে ফেলে দেয়। এরকম বেআইনী এবং দৃশ্য দূষণ বিজ্ঞাপন বন্ধ করতে আগেই পদক্ষেপ নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। মিলেছিল ফলাফলও। বন্ধ হয়েছিল একাধিক বিজ্ঞাপন।

আর এবারও সেরকমই পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। খারাপ প্রভাব ফেলে এরকম বিজ্ঞাপন যাতে টিভির পর্দায় না আনা যায় সে নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আরে ধরনের বিজ্ঞাপন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে।

মন্ত্রী সাধন পান্ডে জানান, “যে বিজ্ঞাপন মানুষকে অসুবিধায় ফেলে, বিপথে নিয়ে যায়, মানুষকে আতংকিত করে এই ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। টেলিভিশন চ্যানেলগুলি যাতে ঠিকঠাক চলে তার জন্য এতদিন অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু এবার আর মানা যাবে না, গ্রহণ করা হবে পদক্ষেপ।”

মূলত সাধারণ মানুষের ওপর কু-প্রভাব ফেলে এমন বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নড়েচড়ে বসেছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর। আর এমন বিজ্ঞাপন বন্ধ হলে সামাজিক দিক অনেক উপকৃত হবে বলে মনে করেছেন অনেক বিশেষজ্ঞরা।

তবে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলে দেন নি, কোন কোন ধরনের বিজ্ঞাপনের উপর এই পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কবে থেকে গ্রহণ করা হবে।