বিরোধীদের পরিবারের উপর চলবে তান্ডব নৃত্য, প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার

অমরনাথ দত্ত : ‘যারা তৃণমূলের উন্নয়নে বাধা দিচ্ছে তাদের পরিবারের প্রতি তান্ডব নৃত্য চলবে।’ প্রকাশ্য জনসভায় ঠিক এভাবেই হুঁশিয়ারি দিতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই তৃণমূল নেতার এমন মন্তব্য নিয়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে বীরভূমের নানুরের তৃনমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রকাশ্য জনসভায় এমন মন্তব্য করছেন। জানা গিয়েছে, নানুরের কীর্নাহারের আনাইপুর গ্রামে একটি ছোট্ট জনসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গ্রামের বেশকিছু মানুষ ও তৃণমূল সমর্থকরা। আর এই সভা থেকেই বিরোধীদের দিলেন কড়া হুমকি দিলেন ওই তৃণমূল ব্লক সভাপতি। তিনি বলেন, “মমতা বন্ধোপাধ্যায় ২০১১ সালে মুখ্যমন্ত্রী হয়েছেন। যদি কেউ মনে করে ১৯ সালে দু’চারটে ভোট এদিক ওদিক করে দিয়ে আমরা তৃণমূলকে বেকায়দায় ফেলেছে। তাহলে তৃনমূলের কর্মীরা সেই ২০০৯ – ১০ সালে তৃনমূল যে তান্ডব নৃত্য বাংলার বুকে চালিয়েছিল। এখন বাংলার বুকে তান্ডব নৃত্য চালাবে না। যারা তৃণমূলের উন্নয়নে বাধা দিচ্ছে তাদের পরিবারের প্রতি তাণ্ডব নৃত্য চালাবে।”

প্রসঙ্গত, আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যজুড়ে শুরু হবে পৌরসভা নির্বাচন। এরপর ২০২১ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। আর তার আগেই তৃণমূল নেতার এমন সরগরম মন্তব্য নিয়ে বিরোধীরা রাজ্যের শাসন ব্যবস্থা ও তৃণমূল নেতাদের অভব্য আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

তৃণমূল নেতার এহেন মন্তব্যে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডলের হুঁশিয়ারি, “সত্যিকারের উন্নয়ন হলে তাতে কেউ কোনদিন বাধা দিতে যাবে না। তবে উন্নয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলে তাতে সবাই বিরোধিতা করবে। আর এই বিরোধিতা করলে যদি তাদের পরিবারের প্রতি তৃণমূল নেতারা তাণ্ডব নৃত্য চালায় তাহলে সাধারণ মানুষই তা রুখে দেবে। আর তার জন্য যেন তৃণমূল প্রস্তুত থাকে। তৃণমূল সন্ত্রাসের উপর ভর করে রাজ্যে টিকে রয়েছে।”