আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে দেদার বিকোচ্ছে গুটখা

নিজস্ব প্রতিবেদন : এমাসে রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যে বন্ধ ঘোষণা করা হয় গুটখা। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, ৭ই নভেম্বর থেকে রাজ্যে গুটখা নিষিদ্ধ হওয়ার কথা। কেউ গুটখা ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হয়।

শুধু গুটখা ব্যবহার নয়, পাশাপাশি রাজ্যের গুটখা তৈরীর কারখানা, স্টোর, ডিস্ট্রিবিউটর এবং বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। অবশ্য জানানো হয় এই নিষেধাজ্ঞার মেয়াদ এক বছরের জন্য। তবে কেউ দোষী হলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সে সম্পর্কে এখনও পরিষ্কার হবে কিছু জানায় নি রাজ্য সরকার।

কিন্তু আজ থেকে সরকারিভাবে গুটখা বিক্রি এবং কেনা নিষিদ্ধ হলেও রামপুরহাট শহরের আনাচে-কানাচে দেখা গেল প্রকাশ্যে দেদার বিকোচ্ছে গুটখা। দোকানদারদের অনেকের অবশ্য দাবি, পুরাতন বেশ কিছু মাল রয়ে গেছে সেগুলি বিক্রি করার জন্যই আজ তারা দোকানে গুটখা বিক্রি করছেন। আর ক্রেতারা তো এমন নিষেধাজ্ঞার কথা শুনে বাকরুদ্ধ। ওই ক্রেতা তো আবার গুটখা কিনেও ফেরৎ দিয়ে দিলেন দোকানদারকে।

এমনই এক দোকানদার জানান, “গুটখা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসার হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু সামাজিক দিক দিয়ে এই পদক্ষেপ অবশ্যই ভালো।”