অর্ধেক শরীর ঢুকে ব্যাঙের পেটে, তবুও বিড়ালের সঙ্গে হম্বিতম্বি সাপের

সোশ্যাল মিডিয়াতে (Social Media) কত কি দেখা যায় আজ কাল। আর সেই সকল ভিডিও বা ছবি ভাইরালও হয়ে ওঠে রাতারাতি। সম্প্রতি এমন এক অবাক করা ঘটনা ঘটেছে যা দেখে চমকে গেছে সবাই। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ব্যাঙের (Frog) মুখে রয়েছে একটি সাপ (Snake)। আর সাপটি ওই অবস্থায় লড়ে চলেছে একটি বিড়ালের (Cat) সঙ্গে।

ঘটনাটি দেখলে বেশ অবাকই হবেন। আসলে সাপটির অসহায়তার সুযোগ নিচ্ছে বিড়ালটি। বিড়ালের সঙ্গে প্রাণপণ লড়াই করে গেলেও প্রাণ তার বন্ধ হয়ে আছে ব্যঙের মুখে। কারণ আস্ত একটা সাপকে গিলে ফেলার চেষ্টা করছিল একটি ব্যাঙ।

এই চেষ্টা চলাকালীন সাপটির অর্ধেক শরীর যখন ব্যাঙের মুখে আর অর্ধেক বাইরে তখনই তাকে আক্রমণ করে বিড়ালটি। কিছুক্ষণেই মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও বিড়ালটির সঙ্গে লড়াই করে চলেছে সাপটি। বিড়াল আর সাপের এই অভিনব লড়াই দেখে অবাক সোশ্যাল মিডিয়াবাসী (Social Media)।

এটি সত্যিই এক অপরিচিত দৃশ্য। প্রায় সকলেই হয়তো প্রথমবার এমন একটা দৃশ্য দেখলেন। ভিডিয়োতে দেখা গেল, সাপটি ওই বিড়ালের উপর বড্ড তেজ দেখাচ্ছে। যদিও তার অর্ধেক অংশটাই তখন ব্যাঙের পেটে। এটা অবাক হওয়ার মতোই কাণ্ড কারণ, ব্যাঙ সাপকে খেয়ে নিচ্ছে, এই ঘটনা কল্পনাতেও ভাবা যায় না। সাপটির আকারও যে খুব ছোট, তা কিন্তু নয়। কিন্তু তারপরেও তাকে গিলে ফেলেছে ব্যাঙটি। ওই ব্যাঙটি সত্যিই প্রশংসার যোগ্য।

টুইটারে Weird and Terrifying নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। গত ১০ মার্চ ওই পেজটি থেকে পোস্ট করা হয় ভিডিয়োটি। তারপর থেকে ভয়ানক ভাইরাল। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ ১৪৬.৫ হাজার। বর্তমানে ভিউ হয়তো আরো বেড়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, বিড়ালের সঙ্গে লড়াই সাপের, আর তাকে এক ব্যাঙ খেয়ে নিয়েছে।