স্বামী কত রোজগার করেন, এবার RTI করে জানতে পারবেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদন : মেয়েদের বয়স আর ছেলেদের রোজগার জানা বারণ। কথায় এমনটা থাকলেও এবার ছেলেদের রোজগার আর গোপন থাকছে না। স্ত্রী চাইলে এবার অনায়াসেই স্বামীর আসল রোজগার কত জানতে পারবেন। স্বামী যদি ইচ্ছাকৃত ভাবে তার রোজগারের বিষয়ে স্ত্রীকে কিছু জানাতে না চান তাহলে স্ত্রী তথ্য জানার আইনের (RTI) মাধ্যমে তা জানতে পারবেন। সম্প্রতি এমনটাই জানিয়েছে জাতীয় তথ্য কমিশন।

জাতীয় নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর বলাই বাহুল্য যে আর স্বামীর রোজগার গোপন থাকবে না। অর্থাৎ কোন স্বামী যদি ভাবেন তার স্ত্রীকে তার সঠিক রোজগার কত জানাবেন না তাহলে তা আর চলবে না। কোন স্ত্রীর যদি তা জানার ইচ্ছা থাকে তাহলে তিনি RTI করে জানতে পারবেন।

ঘটনার সূত্রপাত যোধপুরের এক মহিলাকে কেন্দ্র করে। রহমত বানু নামের ওই মহিলা আয়কর দপ্তরে নিজের স্বামীর সঠিক রোজগারের বিষয়ে জানার জন্য RTI করেন। কিন্তু আয়কর দপ্তর ওই মহিলার আবেদন খারিজ করে দেয়। খারিজ করার পিছনে তাদের যুক্তি, যেহেতু ওই মহিলার স্বামীর রোজগারের সাথে তৃতীয় একটি সংস্থা যুক্ত রয়েছে তাই এভাবে তথ্য দেওয়া যাবে না। এরপর ওই মহিলা হতাশ হয়ে পড়েন। তবে হতাশ হলেও তিনি ছেড়ে দেওয়ার পাত্রী নন।

ওই মহিলা পরবর্তীকালে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হন। জাতীয় নির্বাচন কমিশন ওই মহিলার পক্ষেই রায় দেয়। পাশাপাশি তারা যোধপুরের আয়কর দপ্তরকে নির্দেশ দেয় আগামী ১৫ দিনের মধ্যেই যেন ওই মহিলার স্বামীর রোজগারের যাবতীয় তথ্য তুলে দেওয়া হয় ওই মহিলার হাতে। জাতীয় তথ্য কমিশন সাফ জানিয়ে দেয়, স্বামীর রোজগারের বিষয়ে তথ্য জানার সম্পূর্ণ অধিকার রয়েছে স্ত্রীর।

জাতীয় তথ্য কমিশনের এই সিদ্ধান্তের অর্থই হলো, যে কোন বেসরকারি সংস্থার কর্মীও এখন তার রোজগারের বিষয়ে তার স্ত্রীকে হিসেব দিতে বাধ্য থাকবেন, যদি তার স্ত্রী কোনরকম হিসেব চেয়ে থাকেন। তবে এর আগে এই নিয়ম চালু ছিল সরকারী চাকুরিজীবীদের ক্ষেত্রে। নিয়ম চালু হয়েছিল ২০১৪ সালে। আর এবার এই নিয়ম সরকারি এবং বেসরকারি সমস্ত চাকুরীজীবিদের ক্ষেত্রেই বহাল হলো। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গৃহিণীদের মুখে হাসি ফোটাবে তা বলার সন্দেহ রাখে না।