পুজোর আগে গৃহঋণে সুদ কমালো HDFC ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : পুজোর আগে বহু মানুষেরই পরিকল্পনা থাকে নতুন বাড়ি ক্রয় করার, বাড়ি ঘর মেরামত করার ইত্যাদি। তবে এই পরিকল্পনা এবং স্বপ্ন থাকলেও অর্থাভাবের কারণে অনেকেই তা করে উঠতে পারেন না। আবার অনেকেই তাদের স্বপ্ন পূরণের জন্য ঋণ নিয়ে থাকেন ব্যাঙ্ক থেকে। যে সকল ব্যক্তিরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন তাদের জন্য এবার পুজোর আগে মিলল সুখবর।

ইতিমধ্যেই পুজোর আগে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক, পিএনবি, ব্যাঙ্ক অব বরোদা গৃহঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ কমেছে। এই সকল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পথেই এবার হাঁটতে দেখা গেল বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসিকে। তারাও গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমালো।

এই ব্যাঙ্কের সুদের হার কমানোর আগে পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে গ্রাহকদের শুধু দিতে হতো ৬.৭৫ শতাংশ। তবে বর্তমানে তারা এই সুদের হার কমিয়ে করেছে ৬.৭ শতাংশ। এই নতুন সুদের হার চালু হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে। তবে এটাও জানা যাচ্ছে এই সুদের হারের ক্ষেত্রে যে অফার দেওয়া হয়েছে তা চলবে নির্দিষ্ট সময়ের জন্য।

সূত্র মারফত জানা যাচ্ছে বেসরকারি এই ব্যাঙ্ক এইচডিএফসি-র তরফ থেকে যে গৃহঋণের ক্ষেত্রে সুদ কম নেওয়ার অফার দেওয়া হয়েছে তা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তারা এই অফার দিয়েছে কেবলমাত্র পূজোর জন্যই। পরে পুনরায় এই ক্ষেত্রে সুদের হার বাড়তে পারে বলেও জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রতিটি গ্রাহকদের জন্য সম্প্রতি গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। তারা তাদের গ্রাহকদের গৃহঋণের ক্ষেত্রে ৬.৭০% হারে সুদ নিচ্ছে।