দোলের আগে করোনা সতর্কতায় নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের

নিজস্ব প্রতিবেদন : বছর ঘুরতে না ঘুরতেই ফের দেশ তথা রাজ্যে বিপদ বাড়াচ্ছে করোনার নতুন সংক্রমণ। এরপর আবার বিধানসভা নির্বাচন। রাজ্যে ইতিমধ্যেই প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ পার করেছে। এই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যেই আগামী রবিবার রয়েছে দোল উৎসব। তবে এবারও এই উৎসবে অবাধ আনন্দ থাকবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই সতর্কতার জন্য নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

১) দোল উৎসবের দিন কোনরকম জমায়েত, শোভাযাত্রা না করাই ভালো বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এবারের দোল উৎসব পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

২) শারীরিকভাবে একেবারে কাছে গিয়ে রং মাখানো অথবা আবির মাখানো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

৩) ভিড় এড়িয়ে চলার কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের এই নয়া নির্দেশিকায়।

৪) শুধু উৎসবের দিন নয়, আপাতত প্রতিটি ক্ষেত্রেই রেস্তোরাঁ, দোকানপাট, বাজারে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৫) মাস্ক না পরে কখনোই বাড়ির বাইরে বের হওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।

৬) সাবান জল, স্যানিটাইজার ইত্যাদি দিয়ে বারবার হাত পরিষ্কার করার কথা বলা হয়েছে।

[aaroporuntag]
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা সংক্রান্ত শেষ যে তথ্য দেওয়া হয়েছে তাতে লক্ষ্য করা গেছে গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। আর সেই জায়গায় সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৩৬১ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪ জন। আর এইভাবে উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া কপালে ভাঁজ ফেলছে প্রশাসনের।