এখনই নিস্তার নয়! তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, থমকে পুজো প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে ঘনীভূত হওয়ার নিম্নচাপের পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাসকে বাস্তব করে মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয় বৃষ্টি। সেই পূর্বাভাসে প্রাথমিকভাবে ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলেও আবার নতুন করে রাজ্যজুড়ে তুমুল বৃষ্টির কথা জানালো হাওয়া অফিস।

এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। অন্ধ্রপ্রদেশের উপর সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই আরও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। হাওয়া অফিস জানিয়েছে আগামী কাল থেকে ৪৮ ঘণ্টা রাজ্যের প্রতিটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে আগামীকাল তুমুল বৃষ্টি হতে পারে আবার কোথাও কোথাও তার পরের দিন অর্থাৎ শুক্রবার তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি থাকবে যে তা ১১৯ মিলিমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে যেসব জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূমে।

বৃষ্টিপাতের সম্ভাবনা তালিকা জেলা ভিত্তিক

  • কোচবিহার – ৩২ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • জলপাইগুড়ি – ৩২ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • দার্জিলিং – ৮২ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • উত্তর দিনাজপুর – ৬৯ (বৃহস্পতিবার) – ২৬ (শুক্রবার)
  • দক্ষিণ দিনাজপুর – ৪৫ (বৃহস্পতিবার) – ১৬ (শুক্রবার)
  • মালদা – ৬৯ (বৃহস্পতিবার) – ২৭ (শুক্রবার)
  • মুর্শিদাবাদ – ৪৪ (বৃহস্পতিবার) – ৫০ (শুক্রবার)
  • বীরভূম – ৬৪ (বৃহস্পতিবার) – ১১৯ (শুক্রবার)
  • বর্ধমান – ৩৫ (বৃহস্পতিবার) – ৩২ (শুক্রবার)
  • নদীয়া – ২১ (বৃহস্পতিবার) – ৩২ (শুক্রবার)
  • উত্তর ২৪ পরগনা – ২৬ (বৃহস্পতিবার) – ২৯ (শুক্রবার)
  • দক্ষিণ ২৪ পরগনা – ২৮ (বৃহস্পতিবার) – ২৯ (শুক্রবার)
  • পূর্ব মেদিনীপুর – ২৯ (বৃহস্পতিবার) – ২৪ (শুক্রবার)
  • পশ্চিম মেদিনীপুর – ১৪ (বৃহস্পতিবার) – ৩৮ (শুক্রবার)
  • হাওড়া – ১২ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • হুগলি – ১৮ (বৃহস্পতিবার) – ২৩ (শুক্রবার)
  • বাঁকুড়া – ৩৪ (বৃহস্পতিবার) – ৩৪ (শুক্রবার)
  • পুরুলিয়া – ৩৪ (বৃহস্পতিবার) – ৩৩ (শুক্রবার)
  • ঝাড়গ্রাম – ১৪ (বৃহস্পতিবার) – ৩৮ (শুক্রবার)
  • কালিম্পিম – ০৩ (বৃহস্পতিবার) – ০৫ (শুক্রবার)
  • আলিপুরদুয়ার – ১৬ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • কলকাতা – ০৪ (বৃহস্পতিবার) – ২১ (শুক্রবার)
  • পশ্চিম বর্ধমান – ০৮ (বৃহস্পতিবার) – ২৬ (শুক্রবার)

আর বর্ষা ছেড়ে পুজোর মুখে এমন তুমুল বৃষ্টিতে নাজেহাল অবস্থা পুজো কমিটি থেকে শুরু করে শিল্পীদের। থমকে রয়েছে পুজোমণ্ডপ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। প্রতিমা গড়ার কাজেও বাধার সম্মুখীন মৃৎশিল্পীরা। সাধারণ মানুষ পুজোর আগে শেষ কেনাকাটায় কালো ছায়া দেখছেন।