চাঙ্গা মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসের শুরুতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দীর্ঘ খরা কাটিয়ে বৃষ্টিতে ভিজেছিল। এর পর বৃষ্টি থামতে শুক্রবার থেকে আবার থাবা বসিয়েছে তীব্র গরম। তবে এর মাঝেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় মৌসুমী অক্ষরেখার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই এই অক্ষরেখা রাজস্থান থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি কমেছে ৫০ শতাংশ থেকে ৪২ শতাংশে। আর এই বিপুল পরিমাণ জলের ঘাটতির কারণে দক্ষিণবঙ্গ জুড়ে আটকে চাষাবাদ। তবে আবহাওয়া দপ্তরের আশা মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে আগামী রবিবার থেকে পুনরায় দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের আশা, এই বৃষ্টির ফলে হয়তো আরও কিছুটা মিটতে পারে বৃষ্টির ঘাটতি।

আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। কাজেই প্রবল বৃষ্টির প্রবণতা রয়েছে বহুলাংশে। তবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই নেই রাজ্যবাসীর। অন্যদিকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে।