‘সমাজকে বদলে দেব’, লেখক হিসাবে আত্মপ্রকাশ হিরো আলমের

নিজস্ব প্রতিবেদন : বিতর্কিত মানুষগুলির মধ্যে তালিকায় প্রথম যাদের নাম আছে তাদের মধ্যে অন্যতম হলেন হিরো আলম। গান থেকে শুরু করে মিউজিক ভিডিও, অভিনয় সব ক্ষেত্রেই তাকে নিয়ে নানান বিতর্ক তৈরি হয়। তবে সেই সকল বিতর্ককে পাত্তা দিতে দেখা যায় না হিরো আলমকে। বরং নিজের ছন্দেই সেসবকে তোয়াক্কা না করে নতুন নতুন কিছু না কিছু করে চলেছেন তিনি।

এই আশরাফুল আলম ওরফে হিরো আলম যায় করুক না কেন তা নিয়ে তর্কবিতর্ক যেমন তৈরি হয় ঠিক তেমনি সেগুলি সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে সাড়া ফেলে দেয়। যে কারণে হাজার কোটি সত্ত্বেও তার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্সের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তিনি এখন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছেন।

এই হিরো আলম এবার আত্মপ্রকাশ করেছেন লেখক হিসাবে। তিনি একটি বই লিখেছেন। তিনি যে বইটি লিখেছেন তার নাম হলো ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব’। এর আগে তাকে অভিনেতা, গায়ক সহ বিভিন্ন ভূমিকায় দেখা গেলেও লেখকের ভূমিকায় এই প্রথম দেখা গেল। কেন তিনি লেখকের ভূমিকায় তিনি, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন।

যে বইটি হিরো আলম লিখেছেন, তার প্রচ্ছদে তিনি লিখেছেন, ‘বিখ্যাত হতে আসিনি, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে চেয়েছি’। এই বইটি লেখা হয়েছে মূলত হিরো আলমের জীবনী নিয়ে। বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ এবং ‘তরফদার প্রকাশনী’ এই বইটি প্রকাশ করেছে। হিরো আলমের কথা অনুযায়ী সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও প্রত্যেকের এই বইটি পড়া উচিত।

নতুন এই বইটি সম্পর্কে তিনি জানিয়েছেন, “আমাকে নিয়ে সবাই অনেক হাসিঠাট্টা করেন। আমাকে ট্রোল করেন। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কযজন চেনেন? এই বইয়ের মাধ্যমে আমার জীবনযুদ্ধ সম্পর্কে জানতে পারবেন। আমি হিরো আলম হয়ত মারা যাব। কিন্তু আমার লেখা বইটি থেকে যাবে এবং একদিন না একদিন আমার এই লেখা আপনাদের কাঁদাবে।”