Hero Destini 125: বর্তমানে সর্বোচ্চ টু হুইলারের রমরমা। রাস্তায় বেরোলেই বোঝা যায় কি পরিমানে বৃদ্ধি পেয়েছে টু হুইলার। প্রায় বহু বাড়িতেই একটি করে টু-হুইলার দেখা যায়। আর সেই চাহিদা অনুযায়ী টু হুইলার কোম্পানিগুলিও বাজারের আনছে উন্নত ফিচারসহ নতুন নতুন মডেল। তেমনি হিরো মোটোকর্প নতুনত্ব ফিচার যুক্ত করে নয়া অবতারে বাজারে আনলো হিরো ডেস্টিনি ১২৫ (Hero Destini 125)। যা জোড় কদমে প্রতিযোগিতা করবে হন্ডা অ্যাক্টিভা সহ বেশ কিছু মডেলের সাথে। কি ফিচার রয়েছে হিরো মোটোকর্পের এই আপডেট ভার্সনের? দামই বা কত রয়েছে? জানতে হলে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
হিরো মোটোকর্পের আপডেট ভার্সন হিরো ডেস্টিনি ১২৫ বাজারের লঞ্চ হয়েছে তিনটি ভেরিয়েন্টে। সেই তিনটি মডেল হল VX, ZX এবং ZX+। তিনটি মডেলের রয়েছে বিভিন্ন ধরনের রং। যেমন ভিএক্স মডেল পাওয়া যাবে রিগাল ব্ল্যাক, গ্রুভি রেড এবং ইটার্নাল হোয়াইট রঙের। মিস্টিক ম্যাজেন্টা এবং কসমিক ব্লু রঙের বিকল্প পাওয়া যাবে জেডএক্স মডেলে। অন্যদিকে জেডএক্স প্লাস মডেলটি পাওয়া যাবে রিগাল ব্ল্যাক এবং ইটার্নাল হোয়াইট রঙের।
নতুনত্ব বৈশিষ্ট্য কি রয়েছে হিরো ডেস্টিনি ১২৫ এর (Hero Destini 125) মডেলে? হিরো মোটোকর্পের এই নতুন অবতারের প্রদান করা হয়েছে আধুনিক ডিজাইন সহ কার্ভ বডি ওয়ার্ক, স্টাইলিশ এবং ইউনিক টেইললাইট, এলইডি হেড লাইট, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মোনোশক সাসপেনশন, অ্যাপ্রনযুক্ত টার্ন ইন্ডিকেটর ইত্যাদি। এছাড়াও হিরো ডেস্টিনি ১২৫এর ZX এবং ZX+ মডেল দুটিতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি ফিচার, কপার ক্রোম অ্যাকসেন্ট, বুট ল্যাম্প এবং আরামদায়ক অনুভূতি প্রদান করার জন্য ZX+ মডেলে দেওয়া হয়েছে কুশনড ব্যাকরেস্ট। পাশাপাশি রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন।
আরও পড়ুন:
Low Price Bike: দুর্দান্ত তেল সার্ভিস এবং সাশ্রয় মূল্য তালিকায় আছে এই বাইকগুলি
অন্যদিকে হিরো ডেস্টিনি ১২৫ এর ভিএক্স মডেলে ডিজিটাল অ্যানালগ স্ক্রিন, এলইডি ইলুমিনেশন,কাস্ট হুইল এবং ড্রাম ব্রেক। যেখানে জেডএক্স এবং জেডএক্স প্লাস মডেলে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। ইঞ্জিন দেওয়া হয়েছে ১২৫cc সিঙ্গল সিলিন্ডার। যা টর্ক উৎপন্ন করবে ১০.৪ এনএম এবং ৯ বিএইচপি। এছাড়াও এই স্কুটারটি মসৃণ ভাবে চালানোর জন্য দেওয়া হয়েছে CVT সেটআপ।
দামের কথা যদি বলি এক্ষেত্রেও তিনটি মডেলের রয়েছে ভিন্ন ভিন্ন দাম। দিল্লির এক্স শো রুম মূল্য হিসেবে হিরো ডেস্টিনি ১২৫এর (Hero Destini 125) VX মডেলের দাম রয়েছে ৮০ হাজার ৪৫০ টাকা। ৮৯ হাজার ৩০০ টাকা রয়েছে ZX মডেলের দাম এবং ZX+ মডেলের মূল্য রয়েছে ৯০ হাজার ৩০০ টাকা। যা ফিচার, ইঞ্জিন সর্বদিক থেকে জোরদার টক্কর দেবে হন্ডা অ্যাক্টিভা ১২৫, টিভিএস জুপিটার ১২৫এর মতো জনপ্রিয় মডেলগুলিকে।