একচার্জে চলবে ২১০ কিমি, বাজারে এলো Hero Nyx-HX ইলেকট্রিক স্কুটার

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী সংস্থা Hero Electric নিয়ে বাজারে আনলো নতুন এক ইলেকট্রিক স্কুটার। যে ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জ দিলে যাবে ২১০ কিলোমিটার। এমনকি এই ইলেকট্রিক স্কুটারটির দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। আর বর্তমানে যেভাবে দিনের পর দিন জ্বালানীর দাম বেড়েছে তাতে পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

সংস্থার তরফ থেকে Hero Nyx-HX মডেলের এই ইলেকট্রিক স্কুটারের দাম প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারের দাম ভিন্ন ভিন্ন রয়েছে। পশ্চিমবঙ্গে এই ইলেকট্রিক স্কুটারের দাম পড়বে ৬৪,৬৪০ টাকা।

ব্যবসায়িক ক্ষেত্রে এই স্কুটারকে ব্যবহার করার জন্যও একাধিক ফিচার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করা যেতে পারে। ইলেকট্রিক স্কুটারটিতে থাকা মডিউলার ব্যাটারি সিস্টেম ভার বহনের ক্ষেত্রে একাধিক সুবিধা দেবে। এই ইলেকট্রিক স্কুটারে ব্লুটুথ ইন্টারফেসের জন্য চার ধরনের অন ডিমান্ড স্মার্ট কানেক্টিভিটির ব্যবস্থা রয়েছে।

Hero Electric-এর CEO সোহিন্দর গিল জানিয়েছেন, “Nyx-HX-এর নতুন সিরিজ অনেকটাই ফ্লেক্সিবেল, মডিউলার এবং ভার্সাটাইল। এটি গ্রাহকদের বহু ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম। স্বল্পমূল্যে বেশি পণ্য পরিবহন করার ক্ষমতা যুক্ত এই স্কুটার। এর পাশাপাশি এর ইন্টারসিটি রেঞ্জ গ্রাহকদের নজর কাড়বে। এছাড়াও রয়েছে স্মার্ট কানেক্টিভিটি ফিচার।”

এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, “দেশে প্রায়ই ৫০০-এর Hero Electric ডিলার রয়েছেন। এই সকল অধিকাংশ ডিলারদের থেকেই এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে। এই ইলেকট্রিক স্কুটারটি B2B কাস্টমারদের জন্য এই বাইক একটি খুব ভালো অপশন হতে পারে।”