হেতমপুর রাজবাড়ীতে ফিরে এলো ঐতিহ্যবাহী ‘পঞ্চম দোল’

লাল্টু : বীরভূমের অন্যতম ঐতিহ্য শতাব্দী প্রাচীন হেতমপুর রাজবাড়ী। এই রাজ বাড়িতেই একসময় নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো ঘটা করে। সময়ের সাথে সাথে সেইসব অনুষ্ঠানে শিথিলতা পরে। এমনকি দেখতে দেখতে বন্ধ হয়ে যায় অনেক আচার অনুষ্ঠান। তবে বিগত কয়েক বছর ধরে আবার সেই সকল ঐতিহ্যবাহী রাজবাড়ির আচার অনুষ্ঠানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আর এর মূলে রয়েছেন রাজবাড়ির রাজকন্যা বৈশাখী চক্রবর্তী।

হেতমপুর রাজবাড়ী ঐতিহ্যবাহী রথ, দুর্গাপুজো এসবকে আমরা ফিরিয়ে আনতে দেখেছি এই রাজকুমারীর হাত ধরে। আর এবার আরও একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান ফিরে পেল শতাব্দী প্রাচীন এই রাজবাড়ীতে। বেশ কয়েক বছর পর শনিবার ঘটা করে রাজবাড়ীতে পালিত হল পঞ্চম দোল উৎসব। এদিন এই পঞ্চম দোল উৎসব উপলক্ষে রাজবাড়ীতে পুজো অর্চনার পাশাপাশি গীতা পাঠ, নাম সংকীর্তন, হোম, নারায়ণ পুজো, ভোগ নিবেদন এবং সাড়ম্বরে দোল খেলা হয়।

হেতমপুর রাজবাড়ীর রাজকুমারী বৈশাখী চক্রবর্তীর মুখ থেকে জানা যায়, “একসময় এই রাজবাড়ীতে ঘটা করে পঞ্চম দোল উৎসব পালন করা হতো। সেসময় এই পঞ্চম দোল উৎসব উপলক্ষে এলাকার বাসিন্দারা ছাড়াও দূর-দূরান্ত থেকে নানান মানুষের সমাগম ঘটতো। হেতমপুর রাজবাড়ীই এলাকায় প্রথম দেখিয়েছিল পঞ্চম দোল উৎসব পালন।”

রাজকুমারী বৈশাখী চক্রবর্তী আরও জানান, “বেশ কয়েক বছর ধরেই রাজ বাড়িতে পঞ্চম দোল উৎসব না হলেও এখনো পালা পদ্ধতি রয়ে গেছে। যে কারণে এ বছর সুরঞ্জন চক্রবর্তীর পালি থাকলেও আমি আমার বাড়িতেই ছোট করে এই উৎসব পালন করছি। গতকাল আমরা চাঁচর পুড়িয়েছি। আর আজ পঞ্চম দোল পালন করছি।”