নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ঠিক বিকাল সাড়ে তিনটের সময় নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশিত হয় ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দেশে ও রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাতিল হয় শেষ তিনটি পরীক্ষা। যে কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছর মেধা তালিকা প্রকাশ করা হবে না। তবে মেধাতালিকা প্রকাশ না করা হলেও জানা গিয়েছে এবছর প্রথম ছ’য়ে রয়েছে ১৩০ জন পরীক্ষার্থী। আর এই ১৩০ জনের মধ্যে সর্বোচ্চ নম্বরের অধিকারী ৪৯৯। শতাংশের বিচারে ৯৯.৮০ শতাংশ। চলুন দেখে নেওয়া যাক চলতি বছরের প্রথম ছ’য়ে থাকা এই ১৩০ জনের নাম, তাদের স্কুলের নাম, তাদের জেলার নাম এবং তাদের প্রাপ্ত নম্বর।
৪৯৯ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের নাম
সপ্তর্ষি রায় : জেলা : কলকাতা, স্কুল : সাখাওয়াত মেমোরিয়াল গভারমেন্ট গার্লস হাইস্কুল।
গৌরব মন্ডল : জেলা :বাঁকুড়া, স্কুল বারজোরা হাইস্কুল।
অর্পণ মন্ডল : জেলা : বাঁকুড়া, স্কুল : কেন্দুয়াডিহি হাই স্কুল
অয়কিয়া ব্যানার্জি : জেলা : হুগলী স্কুল : হুগলি কলেজিয়েট স্কুল।
৪৯৮ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের নাম
গৌরব মাইতি : জেলা : কলকাতা, স্কুল : যোধপুর পার্ক বয়েজ হাইস্কুল।
নীলাব্জ দাস : জেলা : দঃ ২৪ পরগণা, স্কুল : নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
দেবার্ঘ্য চক্রবর্তী : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : বনগাঁ হাইস্কুল।
জয় মন্ডল : জেলা : উত্তর দিনাজপুর, স্কুল : রায়গঞ্জ করোনেশন হাইস্কুল।
রিয়া দত্ত : জেলা : বাঁকুড়া, স্কুল : ওন্ডা হাইস্কুল।
রৌণক সাহা : জেলা : বীরভূম, স্কুল : নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল।
মহঃ তালহা : জেলা হুগলী, স্কুল : মুক্তারপুর হাইস্কুল।
সৌগত সরকার : জেলা : দক্ষিণ দিনাজপুর, স্কুল : বালুরঘাট হাইস্কুল।
অনিক জানা : জেলা : পশ্চিম মেদিনীপুর, স্কুল : রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন।
৪৯৭ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের নাম
সৈকত দাস : জেলা : কলকাতা, স্কুল :নব নালন্দা হাইস্কুল।
রাহুল মজুমদার : জেলা : দক্ষিণ ২৪ পরগনা, স্কুল : নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
সারন্যা ঘোষ : জেলা : পূর্ব বর্ধমান, স্কুল : বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল।
শীর্ষেন্দু সাহা : জেলা : পূর্ব বর্ধমান, স্কুল : সাতগাছিয়া হাইস্কুল।
সায়নী মহাপাত্র : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : কলগ্রাম এমএসবিসিএম হাইস্কুল।
মীরা দেব শর্মা : জেলা : উত্তর দিনাজপুর, স্কুল : তারনগাপুর এন.কে. হাইস্কুল।
শিল্পা দত্ত : জেলা : বাঁকুড়া ,স্কুল : ওন্ডা হাইস্কুল।
রূপসিনহা বাবু : জেলা : বাঁকুড়া, স্কুল : সিমলাপাল মদন মোহন হাইস্কুল।
মৌ দাস মহন্ত : জেলা:বাঁকুড়া স্কুল: সিমলাপাল মদন মোহন হাইস্কুল।
সায়ন চক্রবর্তী : জেলা : বাঁকুড়া, স্কুল : চাঁদ ডোবা হাইস্কুল।
সরজিত ধর : জেলা : হুগলী, স্কুল : দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল।
তপদীপ ঘোষ : জেলা : হুগলী, স্কুল : ভাস্তারা জজানেশ্বর হাইস্কুল।
প্রথম সাহা চৌধুরী : জেলা : হুগলী, স্কুল : শ্রী অরবিন্দ বিদ্যামন্দির
দিব্যজ্যোতি ভট্টাচার্য : জেলা : দক্ষিণ দিনাজপুর, স্কুল : বালুরঘাট হাইস্কুল।
তানিশা বসাক : জেলা : দক্ষিণ দিনাজপুর, স্কুল : বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়।
৪৯৬ প্রাপ্ত পরীক্ষার্থীদের নাম
শঙ্খদীপ ভট্টাচার্য্য : জেলা : কলকাতা, স্কুল : টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েস।
সৌজস হালদার : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : রামকৃষ্ণ মিশন বয়েজ হাইস্কুল।
আবির শিকদার : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল :রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল।
অভ্রদ্বীপ কুন্ডু : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল।
সমাপন কর : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল।
অভিনন্দন মন্ডল : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল।
সৃঞ্জয় চৌধুরী : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল।
দীপাঞ্জন জানা : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : কোন্টাই মডেল ইনস্টিটিউশন।
সুস্মিতা জালুয়া : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : দেউলী আদর্শ বিদ্যাপীঠ।
শর্মিন আক্তার খান : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : রাজকুমারী সান্তনাময়ী গার্লস স্কুল।
অনুপম পাঞ্জা : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : দক্ষিণ ময়না হাইস্কুল।
অভিনব পাহাড়ি : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ।
অরণী বন্দোপাধ্যায় : জেলা : হাওড়া, স্কুল : হাওড়া জেলা স্কুল।
শুভাশীষ দাশ : জেলা : উত্তর দিনাজপুর, স্কুল : সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়।
কৃষ্টি ধর পন্ডিত : জেলা : কোচবিহার, স্কুল : জেনকিস ইস্কুল।
নবারুণ সরকার : জেলা : মালদা, স্কুল : এসি ইনস্টিটিউশন।
সোহম পাল : জেলা : নদীয়া, স্কুল : কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।
সুমন দে : জেলা : বাঁকুড়া, স্কুল : গাঢ় রায়পুর হাইস্কুল।
জয়দীপ মান্না : জেলা : বাঁকুড়া, স্কুল : সিমলাপাল মদন মোহন হাইস্কুল।
বর্ণালী চক্রবর্তী : জেলা : বাঁকুড়া, স্কুল : খাত্রা হাইস্কুল।
মঞ্জিমা মন্ডল : জেলা : বীরভূম, স্কুল : রামপুরহাট গার্লস হাইস্কুল।
শিবম পাহাড়িকল : জেলা : হুগলি, স্কুল : আরামবাগ হাইস্কুল।
সাহেলি মন্ডল : জেলা : হুগলি, স্কুল : কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির।
সপ্তর্ষি হালদার : জেলা : হুগলি, স্কুল : উত্তরপাড়া গভর্মেন্ট হাইস্কুল।
অরিন হালদার : জেলা : হুগলি, স্কুল : শ্রী অরবিন্দ বিদ্যামন্দির।
অঙ্কুর মন্ডল : জেলা : হুগলি, স্কুল : পাঠভবন ডানকুনি।
সম্পৃত চক্রবর্তী : জেলা : হুগলি, স্কুল : মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়।
শেখ আয়ন হামিম : জেলা : হুগলি, স্কুল : মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়।
সৌরভ পাল : জেলা : দক্ষিণ দিনাজপুর, স্কুল : বালুরঘাট হাইস্কুল।
অভিক ভৌমিক : জেলা : দক্ষিণ দিনাজপুর, স্কুল : বালুরঘাট হাইস্কুল।
৪৯৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের নাম
অরুণ সৌম্য বসু : জেলা : কলকাতা, স্কুল : হেয়ার স্কুল।
পার্থিব দত্ত : জেলা : দক্ষিণ ২৪ পরগনা, স্কুল : বারুইপুর হাইস্কুল।
অর্চিষ্মান সাহা : জেলা : দক্ষিণ ২৪ পরগনা, স্কুল : নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।
সুপর্ণা খাতুন : জেলা : উত্তর ২৪ পরগনা, স্কুল : বেড়ি গোপালপুর আদর্শ বিদ্যালয়।
সুচিত্রা চরণ : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : কোন্টাই হিন্দু গার্লস স্কুল।
উদয় শংকর রথ : জেলা : পূর্ব মেদিনীপুর, স্কুল : কোন্টাই মডেল ইনস্টিটিউশন।
এছাড়াও এই তালিকায় রয়েছে আরও ৩২ জনের নাম এবং ৪৯৪ নম্বরের তালিকায় রয়েছে মোট ৩৪ জনের নাম।