রাণু বিতর্কে মুখ খুললেন হিমেশ রেশমীয়া, দিলেন যোগ্য জবাব

নিজস্ব প্রতিবেদন : সপ্তাহ খানেক আগেই রানু মন্ডলকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর রানুর গাওয়া গান নিয়ে পরামর্শ দেন। সেই পরামর্শ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে লতাজির মন্তব্য নিয়ে। কিন্তু লতা মঙ্গেশকরের সেই মন্তব্যের সঠিক ব্যাখ্যা কী করতে পেরেছিল সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা, তা নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম সঙ্গীত প্রযোজক হিমেশ রেশমিয়া।

গত বুধবার হিমেশ রেশমিয়া একটি গান লঞ্চ করেন। আর সে সময় তিনি রানু মন্ডলকে নিয়ে লতাজির মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমার মনে হয়, লতাজি কোন অর্থে মন্তব্যটি করেছেন তা আমাদের ভেবে দেখা উচিত। হতেই পারে যখন আপনি কোনও গায়ককে নকল করছেন তা ভালো হচ্ছে না। কিন্তু আমি এটাও মনে করি যে, কারোর থেকে অনুপ্রেরণা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়িকা রানু মন্ডল সহ ছবির প্রযোজক দীপশিখা দেশমুখ ও কুমার তৌরানি, উপস্থিত ছিলেন হিমেশ রেশমিয়ার স্ত্রী সোনিয়া কাপুর।

এখানেই থেমে থাকেননি হিমেশ রেশমিয়া, তিনি আরও বলেছেন, “কুমার শানুও সবসময় বলেন, তিনি কিশোর কুমারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। সেরকমই, কোনও না কোনও ভাবে আমরা সকলেও মানুষের থেকে অনুপ্রেরণা পাই। যখন আমি হাই পিচে গান শুরু করি, তখন শ্রোতারা আমার সমালোচনা করে। তারা নাম দেয় আমি নাকে গান করি। কিন্তু যখন আপনি আন্তর্জাতিক সিনে দেখবেন, সেখানে এটা কমন ট্রেইট হয়ে গেছে।”

হিমেশ রেশমিয়ার পরিচালনায় ইতিমধ্যেই তিনটি গান রেকর্ড করে ফেলেছেন রানাঘাটের রানু মন্ডল। আর তারপর সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার প্রতি মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, ‘নিজের প্রতিভায় গান গাইতে, তাছাড়া বেশি দিন টিকে থাকা কঠিন।’ আর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ার অনেক ভক্তই হতাশ হয়ে পড়েছিলেন। অনেকেই লিখেছিলেন লতাজির আরো উদার হওয়া উচিত ছিল রানু মন্ডলের প্রতি।

এরপর রানু মন্ডলের প্রশংসা করে হিমেশ রেশমিয়া বলেন, “রানুজি প্রতিভা নিয়ে জন্মেছেন। তিনি লতাজির থেকে অনুপ্রাণিত। আমি মনে করি, কেউ লতাজির মত লেজেন্ড হতে পারবেন না, তিনি বেস্ট। রানু জি সুন্দর শুরু করেছেন। আর আমার মনে হয় লতাজির মন্তব্যকে মানুষ ভুল বুঝছেন। আমার মনে হয় তিনি বলতে চেয়েছেন কারোর থেকে অনুপ্রাণিত হওয়া ভালো। কিন্তু আওয়াজ নকল করা উচিত নয়। আর আমার মনেও হয় না রাণুজি কারোর আওয়াজ নকল করেছেন।”

গতকাল গানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবি ছবি নিয়ে মিডিয়ার সাথে কথা বলেন হিমেশ রেশমিয়া এবং রানু মন্ডল। এই ছবিতে তেরি মেরি কাহানি গানটি গেয়েছেন রানু মন্ডল।