দোলের ছুটিতে পুরি যাওয়ার সুযোগ, স্পেশাল ট্রেন রেলের, রইলো সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : আগামী শুক্রবার দোল উৎসব। দোল উৎসব উপলক্ষে রয়েছে ছুটি। এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই পরিকল্পনা করেছেন ঘুরতে যাওয়ার। কারণ শুক্রবার, শনিবার এবং রবিবার এই টানা তিনদিন ছুটি অনেকেই হাতছাড়া করতে চান না। ভ্রমণপিপাসু বাঙালিরা যারা এই ছুটিকে কাজে লাগিয়ে পুরী যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন তাদের জন্য সুখবর দিল দক্ষিণ পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে হোলি স্পেশাল ট্রেন হিসাবে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি চালানো হবে শালিমার থেকে। যদিও ট্রেনটি সরাসরি পুরি পর্যন্ত যাবে না। ট্রেনটি যাবে পুরীর কাছে মলাতিপাতপুর স্টেশন পর্যন্ত। তবে এই স্টেশন থেকে পুরীর দূরত্ব মাত্র ১০ কিমি। ফলে যেসব যাত্রীদের পুরী যাওয়ার জন্য টিকিট মেলেনি তারা এই স্পেশাল ট্রেনে চেপে পুরী ভ্রমণের জন্য যেতে পারেন।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে এইযে স্পেশাল ট্রেনটি হোলি স্পেশাল ট্রেন হিসাবে চালানো হবে সেই ট্রেনটি যাত্রা শুরু করবে আগামী বৃহস্পতিবার ১৭ মার্চ। ট্রেনটি সেই দিনই মধ্যরাতে পৌঁছে যাবে মলাতিপাতপুর স্টেশনে। এরপর শুক্রবার দুপুর বেলা পুনরায় ট্রেনটি মলাতিপাতপুর স্টেশন থেকে ছেড়ে শালিমারের উদ্দেশ্যে রওনা দেবে।

০২৮৩৭ শালিমার থেকে মলাতিপাতপুর হোলি স্পেশাল : ১৭ মার্চ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শালিমার থেকে ছাড়বে এবং রাত ২ টো ৫৫ মিনিটে মলাতিপাতপুরে পৌঁছাবে।

০২৮৩৮ মলাতিপাতপুর থেকে শালিমার হোলি স্পেশাল : ১৮ মার্চ দুপুর ২ টো ৫৫ মিনিটে মলাতিপাতপুর থেকে ছাড়বে এবং শালিমারে পৌঁছাবে রাত ১১ টা ৪০ মিনিটে।

যাত্রাপথে এই ট্রেনটি শালিমার ও মলাতিপাতপুরের মধ্যে সাঁতরাগাছি, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল।