ছুটি নেই বললেই চলে, ফেব্রুয়ারিতে যে দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : মানুষের সবথেকে প্রয়োজনীয় দিকগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকাপয়সা সংক্রান্ত এবং এর সাথে জড়িত দিকগুলি। যে কারণে ব্যাঙ্কিং পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ আমজনতার কাছে। বর্তমানে ডিজিটাল লেনদেন দিন দিন বাড়তে থাকলেও কোনো না কোনো কারণে বা দরকারের গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হয়। আর এই ব্যাঙ্কের শাখা কোন দিন বন্ধ থাকবে তা জানা থাকলে সুবিধা হয় গ্রাহকদের।

যে কারণে প্রতি মাসের ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার তালিকা আগে থেকেই প্রকাশ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বাদে রাজ্যের ভিত্তিতে ছুটির দিন আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক সেই মত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বাদে মাত্র ১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

অন্যান্য মাসের মতো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার যথাক্রমে ১৩ এবং ২৭ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। অন্যান্য সরকারি অফিসের মত স্বাভাবিক ভাবেই বন্ধ থাকছে রবিবার। এছাড়াও পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে যে একটি ছুটি পাচ্ছেন সেটি হল সরস্বতী পুজোর জন্য ১৬ তারিখ। এছাড়া আর কোনো ছুটি নেই।

তাই কোনো গ্রাহককে যদি জরুরি কাজের জন্য ব্যাঙ্কের শাখায় যেতে হয় তাহলে অবশ্যই তাকে রবিবার ছাড়াও ফেব্রুয়ারি মাসের ১৩, ১৬ এবং ২৭ তারিখ তিনটিকে এড়িয়ে যেতে হবে।