অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হুল এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম ঢেউয়ে লকডাউনের সময় প্রায় বছরখানেক ধরে সিউড়ি থেকে হাওড়া এবং হাওড়া থেকে সিউড়ি হুল এক্সপ্রেস বন্ধ থাকার পর চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে সিউড়ি হাওড়া স্পেশাল ট্রেন নামে পুনরায় চলাচল করতে শুরু করে। কিন্তু এই পথ চলা সুখকর হলো না। তিন মাস পার হতে না হতেই ফের বন্ধ হয়ে গেল এই ট্রেনটি।

পূর্ব রেলের তরফ থেকে দিন কয়েক আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বর্তমান করোনাকালে বেশকিছু ট্রেনে পর্যাপ্ত পরিমাণ যাত্রীসংখ্যা না হওয়ার কারণে একাধিক ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর এই সকল স্পেশাল ট্রেন যেগুলি বন্ধ হয়ে যাচ্ছে সেই তালিকায় নাম লেখালো সিউড়ি হাওড়া স্পেশাল ট্রেন অর্থাৎ হুল এক্সপ্রেস।

ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিউড়ি রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান কোভিড পরিস্থিতি এবং পর্যাপ্ত পরিমাণ যাত্রীসংখ্যা না হওয়ার কারণে মঙ্গলবার অর্থাৎ ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই ট্রেনটি বন্ধ থাকছে। পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত বন্ধ থাকবে সিউড়ি হাওড়া স্পেশাল ট্রেন।

[aaroporuntag]
প্রসঙ্গত, লকডাউনের সময় কাল থেকে দীর্ঘদিন ধরে এই ট্রেনটি বন্ধ থাকার পর ফেব্রুয়ারি মাসের ট্রেনটি পুনরায় চালু হলে স্বস্তির মুখ দেখেন সিউড়ি এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। কিন্তু তা পুনরায় বন্ধ হয়ে যাওয়ার কারণে হতাশায় ভুগছেন শহরের বাসিন্দারা। অন্যদিকে পর্যাপ্ত যাত্রী সংখ্যা না হওয়া ছাড়াও পূর্ব রেলের একাধিক রেলকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়ার খবরও রয়েছে। আর এই সকল কারনেই মনে করা হচ্ছে এই ট্রেনটি সহ আরও একাধিক ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলো পূর্ব রেল।