গান না শিখেও ময়ূরেশ্বরের লাভলীর গানের গলায় মুগ্ধ নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদন : রানু মন্ডল, যিনি রানাঘাটের রেলস্টেশন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রেটিতে রুপান্তরিত হয়েছিলেন। তাঁর গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েই আজ তিনি উন্নতির এহেন শিখরে। আমাদের ভারতবর্ষে এরকম অনেক নাম না জানা শিল্পী রয়েছেন যারা হয়তো এভাবে প্রচারের সুযোগ পান না। তার জ্বলন্ত উদাহরণ বীরভূমের ময়ূরেশ্বরের লাভলী খাতুন।

লাভলী কোনদিন কোথাও গান শেখেননি বলেই জানা গেছে তার মুখ থেকে। তিনি টিভির পর্দায়, মিউজিক সিস্টেম অথবা রেডিওতে শুনে শুনেই গান গাওয়ার অভ্যাস করে ফেলেছেন। গান শেখা তো দূরের কথা, সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করায় পড়াশোনা ষষ্ঠ শ্রেণীতেই শেষ। তারপর বিয়ে। বর্তমানে তিনি তিন সন্তানের মা। স্বামী পেশায় রাজমিস্ত্রি। সংসারের হাল সামলাতে নিজেই বিড়ির কাজে যুক্ত। কাজের ফাঁকে বিড়ি বাঁধার সময় তিনি গান শোনেন আর মনে মনে গুনগুন করে গান। আর সেই লাভলীর গানের গলা মন জয় করেছে নেটদুনিয়ার নেটিজেনদের।

একেবারে খালি গলায় কোন রকম বাদ্যযন্ত্র ছাড়াই সে এমন সুমধুর কন্ঠে গান গাইতে পারে তা হয়তো লাভলীর নিজের কাছেও অবিশ্বাস্য। তবে তার গানের প্রশংসা যখন এলাকায় চারদিকে ছড়িয়ে পড়েছে তখন সেও খুশি।