কেউ খোঁজ রাখেন না, কোন রকমে দিন চলছে, ভালো নেই ‘চা কাকু’

লকডাউনের এক ঘেয়েমি জীবনে অনেক কিছুর সাক্ষী ছিল মানুষ। সেই সময় ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া (Social media) মানুষের অঙ্গ হয়ে উঠেছিল। সেই সময় এক ব্যক্তির ’চা খাব না আমরা? খাব না চা?’ আর এই সরল প্রশ্নই ভরা লকডাউনে তাকে রাতারাতি পপুলার করে তুলেছিল।

সেই চা কাকু কে আর তার সরল প্রশ্ন গুলি কে মানুষের এত বেশি ভালো লেগেছিলো যে, তাকে নিয়ে অজস্র কন্টেন্ট তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social media), মিম থেকে শুরু করে অনেক ভিডিও হয়েছিল তার এই সরল সিধে ডায়লগে। আর সেটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, সেই সময় প্রতিটি মানুষের মুখে লেগে থাকত তার ডায়লগ।

সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হবার পর চা কাকুকে আর ফিরে তাকাতে হয় নি। রাতারাতি বদলে গিয়েছিলো তার ভাগ্য। এমনকি জনপ্রিয় অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী চা কাকুকে একটি দোকান করতেও সাহায্য করেন। দোকান খোলার আগে তিনি দিন মজুর হিসেবে কাজ করতেন। দোকান খোলার পর তিনি স্বচ্ছল জীবন যাপন করতে শুরু করেছিলেন বলে জানা যায়।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে চা কাকু জানিয়েছেন, বর্তমানে বাড়িতে ঘর মোছা, বাজার করার কাজ করেই সকালটা তার কেটে যায়। একপ্রকার কোনরকমেই যেন তার দিন কেটে যাচ্ছে। নতুন করে কেউ আর তাঁর সঙ্গে এখন যোগাযোগ করছেন না।

চা কাকু ওরফে মৃদুল দেব বলেন, যখন তিনি ভাইরাল হয়েছিলেন সব জায়গায় তার কথা হতো। এখন আর কেউ তার খোঁজ নেয় না। ছেলের আয়েই সংসার চলে এখন। আর তিনিও দোকানটা টুকটাক চালান। তার পুঁজি নেই, তাই সেভাবে দোকানে মাল তুলতে পারেন না। তবে রোজই বিকেলে দোকানটা তিনি খোলেন।