জামা কাপড় বা চুল দাঁড়ি, এসবে কতক্ষণ বেঁচে থাকতে পারে করোনা

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাস নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ এমনকি জামাকাপড়ও ঘর শত্রু বিভীষণের মত আচরণ করছে। কয়েক সেকেন্ডের জন্যও যদি বাড়ির বাইরে বের হই তাহলে মনে হচ্ছে যে জামাকাপড়ে ভাইরাস নিয়ে ঘুরছি। এমনই পরিস্থিতি!

কেউ ন্যাড়া মাথাও হয়ে যাচ্ছেন। কেউ আবার যতবার বাড়ির বাইরে বেরোচ্ছেন ততোবারই করছেন স্নান, এটা যেন মশা মারতে কামান দাগার মতো হয়ে যাচ্ছে। কারণ স্নানের ফলে ঠান্ডা লেগে গেলে উল্টে বিপত্তি। তাই জানুন সত্যতা। জানুন ঘর শত্রু বিভীষণ আসলে কে জামাকাপড়, গোঁফদাড়ি, চুল এবং আপনার আনুষঙ্গিক সমস্ত কিছুর মধ্যে কোন জিনিসটি ভাইরাসের বাহক।

বিশেষজ্ঞরা আমাদের মনের এই ভয়ের কারণ কাটিয়ে বললেন, জামা-কাপড় নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। অল্প সময় বাড়ি থেকে বেরোলে জামাপ্যান্ট না বদলালেও চলবে। যদি আপনি হাসপাতাল বা বাজারের মতো জনবহুল কোনো জায়গাতে যান তাহলে আপনাকে জামাকাপড় বদলাতে হবে। বাড়ির সাধারণ ডিটারজেন্টে দিয়ে আপনি কেচে নেবেন। মার্কিন মুলুকের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ডাঃ অ্যান্ড্রু জনস্কি ও ভার্জিনিয়া টেকনোলজির অ্যারোসল বিজ্ঞানী ডাঃ লিনসে মারের কথায়, “বাতাসের মধ্যে আমাদের গতি কম থাকায় ভাসমান কোনো ব্যাকটেরিয়া জামাকাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম।” এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন, “গাড়ির গতি কম থাকলে পোকামাকড়ের উইন্ডস্ক্রিনে আছড়ে পড়ে না তেমন। গাড়ির গতি বাড়লেই এটা বেশি হয়। তাই গতি কম থাকার জন্য আমাদের জামাকাপড়ে ভাইরাস লেগে গেলেও তার ‘লোড’ কম থাকায় তা দ্রুত শুকিয়ে যাবে।”

মার্কিন গবেষকরা বললেন, নোভেল করোনা ভাইরাস বাতাসে কয়েক মিনিট বেঁচে থাকে। এটি মশা-মাছির মতো ওড়ে না। বাতাস যেদিকে সেদিকেই ভেসে যায়। এর জন্য কাছে পিঠে কোনো সংক্রামিত মানুষ হাঁচলে অথবা কাশলেই এর সম্ভাবনা তৈরি হয়।”

এই গবেষকরা আরও বলেছেন, কোনো‌ ধাতব সামগ্রীর উপর ৪৮ ঘণ্টা আর প্লাস্টিকের উপর সার্স কভ-২ ৭২ ঘণ্টা বেঁচে থাকতে পারে। তবে একটি আশার আলো দেখা যাচ্ছে, কী সেই আশার আলো?

একটি সুখবর এই যে ২০০৫ সালের একটি গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা যায় সুতির কাপড়ের উপর করোনা ভাইরাস তাড়াতাড়ি জীবন হারিয়ে ফেলে। ভাইরাসের গায়ে থাকা লিপিডের আবরণ সুতির কাপড়ে দ্রুত শুকিয়ে যায়।

গবেষকরা বলছেন, কেউ যদি আচমকা আমাদের গায়ের উপর হেঁচে দেয় তাহলে জামাকাপড় ধুয়ে ফেলুন।

করোনার ভয়ে অনেকেই ন্যাড়া হয়ে যাচ্ছেন অনেকেই চুল ছেঁটে ফেলছেন?

এ নিয়ে গবেষকরা বলছেন অল্প সময়ের জন্য বাড়ির বাইরে বেরোলে স্নান করার দরকার নেই। কারণ চুলদাড়িতে ভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকেনা। তবে হাতমুখ বারবার ধুয়ে ফেললেই হবে।

সতর্ক হোন একটি বিষয়ে? কী সেই বিষয়?

আপনি কি জানেন যে উহানে ৫০% স্বাস্থ্যকর্মীর জুতোর মধ্যে ওত পেতে বসেছিলো এই ভাইরাস। অতএব জুতো নিয়ে বাড়ির মধ্যে ঢুকবেন না। জুতোকে বাড়ির বাইরে রেখে দিন। দরকার পড়লে বাড়ির বাইরে ব্যবহারের জন্য জুতো রাখুন।