টাকা তোলায় কোন ATM থেকে কত চার্জ লাগে, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগের ডিজিটাল লেনদেনের ব্যবহার দিন দিন বাড়লেও নগদের চাহিদা কমেনি। নগদের এই চাহিদা মেটাতে এখন অধিকাংশ মানুষ এটিএম কাউন্টারের উপর নির্ভর করেন। সেখান থেকে সহজেই টাকা হাতে পাওয়ার কারণে আর তাদের ব্যাংকের শাখায় যেতে হয় না। তবে বিনামূল্যে লেনদেনের সীমা পার হওয়ার পর টাকা তুললে করতে হয় বাড়তি খরচ।

১) অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের মেট্রো শহর বাদে অন্যান্য এলাকার গ্রাহকদের মাসে পাঁচবার লেনদেন করার সুযোগ দেয় বিনামূল্যে। মেট্রো শহর এলাকার বাসিন্দারা মাসে তিনবার বিনামূল্যে লেনদেন করতে পান। এরপর যদি লেনদেন করা হয় তাহলে ২১ টাকা করে চার্জ কাটা হয়।

২) আইসিআইসিআই ব্যাংক তাদের গ্রাহকদের প্রতি মাসে পাঁচবার করে বিনামূল্যে লেনদেন করার সুযোগ দেয়। এর বাইরে লেনদেন করা হলে ২০ টাকা বাড়তি খরচ করতে হয়। আর্থিক লেনদেন ছাড়া অন্য কোন লেনদেনের ক্ষেত্রে ৮.৫০ টাকা+ জিএসটি দিতে হয়।

৩) এইচডিএফসি ব্যাংকের তরফ থেকেও প্রতি মাসে পাঁচবার বিনামূল্যে লেনদেন করার সুযোগ দেওয়া হয় তাদের গ্রাহকদের। তবে বিনামূল্যে এই লেনদেনের সীমা পেরিয়ে যাওয়ার পর প্রতি লেনদেনে ২০ টাকা করে দিতে হয়। মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মতো মেট্রো শহরগুলিতে আর্থিক লেনদেনের বাইরে অন্য কোন লেনদেনের ক্ষেত্রে ৮ টাকা ৫০ পয়সা করে কাটা হয়।

৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের প্রতি মাসে পাঁচবার বিনামূল্যে লেনদেন করার সুযোগ দেয়। এর বাইরে লেনদেন করার ক্ষেত্রে ২০ টাকা করে দিতে হয়।

৫) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা মেট্রো শহরে বিনামূল্যে তিনবার লেনদেন করার সুযোগ পান এবং অন্যান্য জায়গায় বিনামূল্যে পাঁচবার লেনদেন করার সুযোগ পান। এর বাইরে লেনদেন করা হলে ১০ টাকা এবং অন্য কোন এটিএম থেকে লেনদেন করলে ২০ টাকা চার্জ করা হয়।