গাড়ির AC অন থাকার সাথে মাইলেজ কতটা নির্ভর, অনেকেই জানেন না

গরমকালে আজকাল গাড়িতে এসি (Car AC) অন না করলে রীতিমতো গলদঘর্ম অবস্থা হয়ে যায় চালক এবং যাত্রীদের। গাড়ির ভিতরের তাপমাত্রা বাইরের পরিবেশের তুলনায় বেশি থাকে বলে এবং গাড়িতে বাতানুকুল যন্ত্রের (Car AC) ব্যবহার আরো বেশি বাড়ছে। কিন্তু অনেকেই মাইলেজ কমে যাবার ভয়ে এসি বন্ধ করে গাড়ির জানালা খুলে দেন। কিন্তু আসল সত্যি টা অনেকেই জানেন না। আসুন জেনে নেওয়া যাক আসল সত্যি টা।

গাড়ি বিশেষজ্ঞদের মতে, এসি চালু রেখে গাড়ি হাই স্পিডে চালালে ৫ থেকে ১০ শতাংশ মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে গাড়ির জানলা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচও দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজের কাঁটাও নিচের দিকে নেমে যায়। তাই এসি অফ রেখে যদি শহরতলীর মধ্যে চার চাকা নিয়ে বেরোন তাহলে মাইলেজে খুব একটা বেশি প্রভাব পড়বে না বলেই মনে করেন গাড়ি বিশেষজ্ঞরা।

হাইওয়ে দিয়ে আর ফাঁকা রাস্তায় গাড়ির এসি (Car AC) চালু না করে জানলা খোলা রাখার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করা যায়। অনেকের ধারণা জানলা খোলা রাখলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং পেট্রোল খরচ কম হবে।

তবে এই অভ্যাসের ফলে আরো উল্টে আপনার গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সমস্ত জানলা খোলা থাকলে বাইরের হাওয়া গাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেটি সরাসরি ইঞ্জিন এর উপরে অতিরিক্ত চাপ দিতে থাকে। এর ফলে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা ধীরে ধীরে কমতে শুরু করে।

এই কারণে গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ পড়বে তত বেশি জ্বালানির প্রয়োজন হবে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেলের খরচ বাড়বে আর দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে। এছাড়া এসি চালু করার আগে প্রথমে গাড়ির গরম হাওয়া বাইরে বার করে দেওয়া দরকার। তবে এসির তাপমাত্রা কমিয়ে দিলে এসির আয়ু কমে যেতে পারে এবং শরীরও খারাপ হতে পারে।