ট্রেনে টয়লেটের পাশে সিট পাওয়ার ভয়, এড়ানো যায় এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : দূরে হোক অথবা কাছে যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই দেখা যায় ট্রেনের উপর নির্ভর হতে। দূরপাল্লার ক্ষেত্রে বিমানের ভাড়া অনেক বেশি হওয়ায় ট্রেনের উপর নির্ভরশীলতা বাড়ে, এছাড়াও রয়েছে যাতায়াতে স্বাচ্ছন্দ। তবে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো টিকিট।

ট্রেনের চাহিদা এতটাই বেশি থাকে যে বহুক্ষেত্রেই দেখা যায় টিকিট সহজে পাওয়া যায় না। আবার টিকিট পাওয়া গেলেও সংরক্ষিত আসনের ক্ষেত্রে যাতে টয়লেটের পাশে সিট না পড়ে তার আশঙ্কায় অনেকেই থাকেন। কারণ দূরে যাত্রার ক্ষেত্রে টয়লেটের পাশে সিট পড়লে দুর্গন্ধ সঙ্গে নিয়ে পুরো রাস্তা পাড়ি দেওয়া দুর্বিষহ হয়ে পড়ে।

ট্রেনে যারা হামেশাই যাতায়াত করেন তারা ভালোভাবেই জানেন কামরার প্রথম এবং শেষের দিকে থাকে টয়লেট। সুতরাং তারা কামরার প্রথম এবং শেষের দিকে টিকিট বুকিং করতে চান না। অন্যান্যরা অনেকেই এই অসুবিধা থেকে বাঁচতে রাস্তা খুঁজেন। এর জন্য বেশ কিছু টিপস রয়েছে যেগুলি মেনে চললে টয়লেট থেকে দূরে আসন পাওয়া যায়।

ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে অ্যালগরিদম খুঁটিয়ে দেখলে দেখা যাবে, প্রথমেই কামরার মাঝের সিটগুলি বুকিং করার জন্য ওপেন করা হয়। আসলে এতে ট্রেনের কামরার ভারসাম্য বজায় থাকে। মাঝের সিটগুলি বুকিং হয়ে যাওয়ার পর কামরার প্রথম এবং শেষের দিকের সিটগুলি বুকিং করার জন্য ছাড়া হয়। রেলের এই নিয়ম অনুসারে যদি কেউ টয়লেটের পাশে সিট পেতে না চান তাহলে তাকে কি কি করতে হবে?

১) যেকোনো ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে যত আগে সম্ভব তা বুকিং করে নিতে হবে।

২) আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে যাত্রীদের আসন নির্বাচন করার সুযোগ দেয়। সেক্ষেত্রে টয়লেট থেকে দূরে আসন পেতে হলে আগেই আসন বেছে বুকিং করে নিতে হবে।

৩) আবার ভাগ্য ভালো থাকলে পরে টিকিট বুকিং করেও মাঝের সিট পাওয়া যায়। কারণ অনেকেই আছেন যারা তাদের টিকিট বাতিল করেন।