ঝামেলা থেকে মুক্তি, সরকারি হাসপাতালের আউটডোরের টিকিট বুকিং এখন অনলাইনে

নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে নতুন নতুন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রোগীদের ভিড় বাড়ছে হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। এই ভিড় বাড়ার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রেই ঝামেলা পোহাতে হচ্ছে রোগী এবং তাদের পরিবারদের। সরকারি হাসপাতালে আউটডোর টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগী অথবা তার পরিবারদের।

এবার এই ঝামেলা থেকে মুক্তি দিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর অনলাইনে হাসপাতালের আউটডোর টিকিট বুকিংয়ের ব্যবস্থা নিয়ে এলো। এই ব্যবস্থার ফলে যে কোন রোগী অথবা তার পরিবারের সদস্যরা বাড়ি থেকেই আউটডোরের চিকিৎসার জন্য টিকিট বুকিং করে হাসপাতালে পৌঁছে যেতে পারবেন। সেখানে আর দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট বুকিং করতে হবে না।

https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx ওয়েবসাইট থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির আউটডোর পরিষেবা নেওয়ার জন্য টিকিট বুকিং করা যাবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই নিজের অথবা আত্মীয় পরিজনের একটি মোবাইল নম্বর দিতে হবে। যে নম্বরে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর টিকিট বুকিং পেজে আসা যাবে।

টিকিট বুকিংয়ের জন্য যে পেজটি সামনে আসবে সেখানে প্রথমেই বেছে নিতে হবে কোন হাসপাতালে আপনি আউটডোর চিকিৎসা পরিষেবা নিতে চান। এখানে ড্রপডাউন করে হাসপাতালের নাম বেছে নিতে হবে। এরপর রোগীর নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা সহ যাবতীয় তথ্য দিতে হবে। এছাড়াও দিতে হবে আধার নম্বর। তারপর তা সাবমিট করে দিতে হবে।

এই বুকিং করার সময় আপনি কোন চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন তা বেছে নিতে পারবেন। সবকিছু সঠিক ভাবে সাবমিট হয়ে যাওয়ার পর নতুন যে পেজ খুলবে তা প্রিন্ট করে নিতে হবে।