সহজেই মিলবে SBSTC বাসে কনফার্ম টিকিট, মানতে হবে এই পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহণের ক্ষেত্রে যেমন রেল পরিষেবা গুরুত্বপূর্ণ একটি পরিষেবা, ঠিক তেমনই এর পরেই রয়েছে বাস পরিষেবা। রেল পরিষেবার ওপর যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নির্ভরশীল, বাসের উপরেও সেইরকম হাজার হাজার মানুষ নির্ভরশীল।

কলকাতা হোক অথবা অন্য কোথাও থেকে বাসে যাতায়াত করার ক্ষেত্রে বহু সময় দেখা যায় SBSTC বাসের টিকিট পাওয়া যায় না। মূলত যাত্রীদের চাপ অতিরিক্ত থাকার কারণে এই সমস্যা হয়ে থাকে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে নির্দিষ্ট উপায়ে যদি টিকিট বুকিং করা হয়। নির্দিষ্ট উপায়ে টিকিট বুকিং করলে SBSTC বাসের কনফার্ম টিকিট নিশ্চিত।

SBSTC বাস পরিষেবার ক্ষেত্রে এখন অনলাইনে ৩০ দিন পরের টিকিট আগাম কেটে রাখা যায়। ধরে নেওয়া যাক কোন ব্যক্তি জুলাই মাসের ২০ তারিখ কোথাও যাবেন। সে ক্ষেত্রে ওই ব্যক্তি জুন মাসের ২১ তারিখ থেকেই নিজের প্রয়োজনীয় টিকিট বুকিং করে রেখে দিতে পারবেন। তবে এইভাবে আগাম টিকিট বুকিং করার জন্য ১০ টাকা বাড়তি খরচ হয়ে থাকে।

অনলাইনে এই পদ্ধতিতে টিকিট বুকিং করার জন্য SBSTC-র ওয়েবসাইট খুলতে হবে। সেখানে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। এরপর নিজের গন্তব্য বেছে নিতে হবে। এই সকল বিষয় বেছে নেওয়ার পর যাত্রার দিন বেছে নিতে হবে। এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর নির্দিষ্ট রুটের একাধিক বাসের লিস্ট পাওয়া যাবে। সেখান থেকে নিজের পছন্দের বাস বেছে নিতে পারবেন যাত্রীরা। টিকিট বুকিং হওয়ার পর অনলাইনে পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে।

মোটের উপর বাসে যাতায়াতের ক্ষেত্রে অনলাইনে টিকিট বুকিং চালু হওয়ায় এবং আগাম টিকিট বুকিং করার পদ্ধতি চালু হওয়ার কারণে সহজেই যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য কনফার্ম টিকিট পেতে পারেন।