ভোটার কার্ডে থাকা ভুলত্রুটি শুধরে নিন এইভাবে, নইলে সমস্যায় পড়তে হতে পারে

নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতীয়দের রয়েছে ভোটাধিকার। ভোটাধিকার প্রয়োগের জন্য অবশ্যই ভারতীয় নাগরিকদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর ভোটার তালিকায় নাম লেখাতে হয়। ভোটার তালিকায় নাম লেখানো পরেই তারা যেমন ভোটাধিকার পান সেই রকমই পেয়ে থাকেন একটি ভোটার আইডি কার্ড।

ভোটার আইডি কার্ড ভোট প্রদানের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আবার এর অন্য গুরুত্ব রয়েছে। এই ভোটার আইডি কার্ড কেবলমাত্র ভোট প্রদানের জন্য ব্যবহৃত হয় এমনটা নয়, পাশাপাশি এই ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে পরিচয়পত্র হিসাবে। কিন্তু দেখা যায় ভোটার আইডি কার্ডে বহু সময় নানান ধরনের ভুল ত্রুটি থেকে থাকে।

লক্ষ্য করা যায় ভারতীয় নাগরিকদের একটি বড় অংশের ভোটার আইডি কার্ডে নানান ধরনের ভুল ত্রুটি রয়েছে। কোথাও ভুল ত্রুটি রয়েছে নামের ক্ষেত্রে, কোথাও আবার ভুল ত্রুটি রয়েছে পদবী অথবা জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদির ক্ষেত্রে। তবে এই সকল ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া জরুরী। না হলে সমস্যার সম্মুখীন হতে পারেন নাগরিকরা।

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এখন বাড়িতে বসে অনলাইনে এই সকল ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া যেতে পারে। আবার যদি ভারতীয় নাগরিকরা অফলাইনে তা সংশোধন করাতে চান তাও করতে পারেন।

অনলাইনে ভোটার কার্ডের ভুল ত্রুটি সংশোধন করার জন্য https://voterportal.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করার পর Correction in Voter ID অপশন বেছে নিতে হবে। এরপর correction in the name বেছে নেওয়ার পর যাবতীয় প্রয়োজনীয় নথি ডিক্লেয়ারেশন পূরণ করতে হবে। তারপর সবকিছু দেখে সাবমিট করে দিতে হবে। এইভাবে প্রতিটি ভুল ত্রুটি সংশোধন করে নেওয়া যেতে পারে।