আপনার PAN কার্ড নম্বরে অন্য কেউ লোন নিয়ে নিচ্ছে না তো! কীভাবে বুঝবেন

নিজস্ব প্রতিবেদন : আপনার নামে কেউ লোন (Loan) নিতে পারে বা আপনার প্যান কার্ড নম্বর (Pan Card) ব্যবহার করে কেউ লোন নিতে পারে, এমনটা বললে হয়তো বিশ্বাস হবে না। বিষয়টি সত্যিই বিস্ময়কর! তবে বিশ্বাস না হলেও ডিজিটাল দুনিয়ায় এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। যে সকল ঘটনায় দেখা যাচ্ছে, আসল ব্যক্তির প্যান কার্ড নম্বর ব্যবহার করে অন্য ব্যক্তি লোন নিচ্ছেন।

আসল ব্যক্তির প্যান কার্ড নম্বর ব্যবহার করে অন্য কোন ব্যক্তির এইভাবে লোন নিয়ে নেওয়ার ঘটনাকে বলা হয়ে থাকে Loan Fraud। এই ধরনের ঘটনা নতুন তা নয়, দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারকরা এমন সব ঘটনা ঘটিয়ে চলেছেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে ব্যক্তির প্যান কার্ড নম্বর ব্যবহার করে এমন ধরনের লোন নেওয়া হয় সেই ব্যক্তি টেরও পান না।

তবে এই ধরনের ঘটনা খুব ভালোভাবেই জানা যায় যখন আসল ব্যক্তি অন্য কোথাও লোন নিতে যান। আর সেই সকল ঘটনা সামনে আসার পর প্রথমেই যে প্রশ্ন ওঠে তা হল কিভাবে জানবেন তার সঙ্গে এমন ঘটনা কিভাবে ঘটলো? এর পাশাপাশি প্রশ্ন জাগবে কিভাবে এই ধরনের ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়?

জালিয়াতরা মূলত প্যান নম্বর এবং মোবাইল নম্বরের সাহায্যে এমন কাজ সহজেই করে ফেলেন। বিভিন্ন লোন অ্যাপ থেকে তারা ছোট ছোট লোন নিয়ে থাকেন যে সকল লোনের জন্য কোন ভেরিফিকেশন প্রয়োজন হয় না। ছোট ছোট লোন নেওয়া এবং তার শোধ করে দেওয়ার মাধ্যমে বড় লোন নেওয়ার জাল বুনতে থাকেন তারা।

তবে আপনার প্যান কার্ড নম্বর ব্যবহার করে কেউ লোন নিয়েছেন কিনা তা জানার জন্য CIBIL Score চেক করতে হবে। গ্রাহকরা ব্যাংক ছাড়াও বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই CIBIL Score চেক করিয়ে নিতে পারবেন। CIBIL Score চেক করার সময় ধরা পড়ে যাবে আপনার প্যান কার্ড নম্বর ব্যবহার করে আপনার অজান্তেই কোথাও লোন নেওয়া হয়েছে কিনা। যদি এই ধরনের ঘটনা সামনে আসে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিকটবর্তী সাইবার সেল অথবা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।