গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাবেন, সহজ পদ্ধতি দেখালো দমকল বাহিনী

পার্থ দাস : বিপদ কখনো বলে কয়ে আসে না, বিপদ আসে হঠাৎ করেই। এই সকল বিপদের মধ্যে অবশ্যই আগুন লাগার ঘটনা হল মারাত্মক বিপদ। এই মারাত্মক বিপদ থেকে প্রাথমিকভাবে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে তা হাতে-কলমে দেখালো সিউড়ি দমকল বাহিনী।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দমকল বাহিনীর নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করা হচ্ছে, কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে। এরই অংশ হিসেবে বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় এমন সচেতনতা শিবির করছেন দমকল বাহিনীর কর্মীরা। সেই সকল সচেতনতা শিবিরে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে সহজে নেভানো যাবে দেখানোর পাশাপাশি কাঠ অথবা তেলে আগুন লাগলে তাও কি করে নেভানো যাবে তাও দেখানো হলো হচ্ছে।

গ্যাস সিলিন্ডার এখন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই সকল গ্যাস সিলিন্ডারে আবার আগুন লাগার ঘটনাও সামনে আসে। সে ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সহজেই কিভাবে নেভানো যায় তার দুটি পদ্ধতির কথা হাতে-কলমে দেখান দমকল বাহিনীর কর্মীরা।

প্রথম পদ্ধতি অনুসারে, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে হাতের কাছে থাকা কাপড় অথবা কম্বল জাতীয় জলে ভিজিয়ে তা দিয়ে গ্যাস সিলিন্ডার মুড়ে দিলে সহজেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে। এই সহজ পদ্ধতি আমরা আগেও দেখেছি।

এছাড়াও আরও একটি সহজ পদ্ধতি দেখানো হয়েছে এই সকল সচেতনতা শিবিরে। দ্বিতীয় সহজ পদ্ধতি হলো, সাধারণত গ্যাস সিলিন্ডারে আগুন লাগে একেবারে উপরের দিকে অর্থাৎ যে দিক দিয়ে গ্যাস নির্গত হয়। সেক্ষেত্রে আগুন লাগলে তৎক্ষণাৎ ফাঁকা বালতি দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে ঢাকা দিতে হবে। এই পদ্ধতিতে সহজে গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে।