হোটেল, ট্রায়াল রুমে থাকতে পারে স্পাইক্যাম, খোঁজার ৩ সহজ উপায়

নিজস্ব প্রতিবেদন : বর্তমান দিনে সবকিছু এতটাই আধুনিক হতে শুরু করেছে যা মানুষের থেকেও যেন বুদ্ধিমান হয়ে পড়ছে যন্ত্র। অত্যাধুনিক এই যুগে মোবাইল চার্জার, LED লাইট থেকে শুরু করে ফটো ফ্রেম, সুইচ বোর্ড ইত্যাদিতে নতুন নতুন কৌশলে গোপন ক্যামেরায় রেকর্ডিং শুরু হয়েছে। যে কারণে সব সময় সতর্ক না থাকলেই হয়ে যেতে পারে বিপদ।

কোন হোটেল ভাড়া নেওয়া হলে সেই হোটেলের যে কোন জায়গায় ক্যামেরা বসানো থাকতে পারে। সবচেয়ে বেশি ক্যামেরা বসানোর সম্ভাবনা থাকে বেডরুম অথবা বাথরুমে। আলো, ফ্যান, ঘড়ি এমন কি ফটো ফ্রেমের মধ্যেও অনেক সময় গোপন ক্যামেরা লাগানো থাকে। যে কারণে ভালো করে এই সকল জায়গা খুঁজে নিতে হবে এবং কোনরকম কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়লেই সতর্ক থাকতে হবে।

প্রায় প্রতিটি ক্যামেরা কোন না কোন ভাবে ইলেকট্রিকের সঙ্গে সংযুক্ত থাকে। যে কারণে বাথরুম অথবা বেডরুমে কোন ঘড়ি, মোবাইল চার্জার ইত্যাদি অন করা থাকলে সেগুলি বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি প্রতিটি গোপন ক্যামেরার উপর একটি স্বচ্ছ কাঁচের আবরণ থাকে, যা দেখে ক্যামেরা সনাক্ত করা যায়।

গোপন ক্যামেরা অধিকাংশ সময় ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড করা হয়ে থাকে। যে কারণে ওয়াইফাই কানেকশনের সঙ্গে কোন গোপন ক্যামেরা সংযুক্ত রয়েছে কিনা তা জানা সম্ভব। এর জন্য Fing নামের অ্যাপ ব্যবহার করা যেতে পারে।

স্পাই ক্যামেরা ডিটেক্টর নামে একটি ডিভাইস অনলাইন বিভিন্ন শপিং সংস্থার অ্যাপে উপলব্ধ রয়েছে। সেই ডিভাইস কিনে খুব সহজে ঘরের মধ্যে কোথাও স্পাই ক্যামেরা রয়েছে কিনা তা বুঝে নেওয়া যায়। এই ধরনের কোন ঘটনা ঘটলে অবিলম্বে নিকটবর্তী থানায় বিষয়টি জানাতে হবে।