ফোনে রয়েছে UPI অ্যাপ, নেট ব্যাঙ্কিং, চুরি হলেই যা যা করতে হবে

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি ব্যবহারকারীরা সেই ফোনে আর্থিক লেনদেনের বিভিন্ন অ্যাপ রেখে থাকেন। আবার ফোন যে হারাবে না অথবা চুরি হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ এখন রাস্তাঘাটে যাতায়াতের সময় এই ফোন বহু ক্ষেত্রেই দেখা যায় হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। এমন ঘটনা ঘটলে টাকা পয়সা যাতে লেনদেন না হয় তার জন্য সঙ্গে সঙ্গে বেশ কিছু কাজ সেরে নিতে হবে।

কারণ আপনার স্মার্টফোন যদি সেরকম কোন ব্যক্তির হাতে পড়ে তাহলে আপনার ফোনে টাকা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাপ তারা ব্যবহার করে নিতে পারেন। এছাড়াও যে সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড ব্যবহার করেও আর্থিক লেনদেনের কাজ সেরে নিতে পারেন দুষ্কৃতীরা।

এরকম পরিস্থিতিতে ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলেই সময় নষ্ট না করে প্রথমেই ব্লক করতে হবে সিম কার্ড। সিম কার্ড ব্লক করার ক্ষেত্রে সময় নষ্ট করলে প্রতারকরা ওটিপি ব্যবহার করে যেমন টাকা পয়সা লেনদেন করে নিতে পারেন ঠিক সেই রকমই নানান জালিয়াতির মত ঘটনা ঘটাতেও পারেন।

এর পাশাপাশি ফোনে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং চালু থাকে অথবা এই ধরনের কোন অ্যাপ থাকে তাহলে দ্রুত ব্যাংকের হেল্পলাইনে ফোন করে সেই ইন্টারনেট ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ইউপিআই অ্যাপের ক্ষেত্রেও দ্রুত অ্যাপ ডিএক্টিভেট করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যত ওয়ালেট রয়েছে সব ব্লক করে দিতে হবে। যদিও এই সকল অ্যাপ ব্যবহার করার জন্য পিনের দরকার হয়ে থাকে। সেই পিন না জানলে এই ধরনের অ্যাপ ব্যবহার করা সম্ভব নয়। তবে অনেকেই আছেন যারা ফোনেই নিজেদের পিন বা অন্য প্রয়োজনীয় তথ্য নোট করে রাখেন। সেক্ষেত্রে সমস্যা হতে পারে। পাশাপাশি ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত থানায় অভিযোগ দায়ের করতে হবে।