ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই খুলুন SBI অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে সেই সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধু জনপ্রিয়তার নিরিখে নয়, গ্রাহক সংখ্যার নিরিখে এই ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক। পরিষেবা এবং নিরাপত্তা ইত্যাদির দিকে তাকিয়ে দেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের উপর নির্ভরশীল।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ভরশীলতার দিকে নজর রেখে আবার অনেকেই এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহ প্রকাশ করলেও বিভিন্ন কারণে তা করা হয় না। এর মধ্যে একটি বড় কারণ হলো ব্যাংকের শাখায় যাওয়া। সময় করে উঠতে না পারার কারণে অনেকেই যেতে পারেন না এবং তাদের অ্যাকাউন্ট খোলাতে পারেন না। এবার এই সকল দিকে নজর রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো নতুন একটি ব্যবস্থা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে তাতে আর ব্যাংকের শাখায় দৌড়ানোর প্রয়োজন নেই। অনলাইনে বাড়িতে বসেই নিজেদের অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। এই ধরনের অ্যাকাউন্টকে বলা হয় Insta Savings Account। এই ধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো রকম নথি ছাড়াই অ্যাকাউন্ট খোলা সম্ভব। করোনাকালে এই পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

এই ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের গুগল প্লে স্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর থেকে YONO SBI Mobile App মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের মধ্যে থাকা New Customer বিকল্প বেছে নিতে হবে গ্রাহকদের। তারপর বেছে নিতে হবে Open Insta Savings Account বিকল্প।

এরপর ব্যাংকের খাতায় যে মোবাইল নম্বর রেজিস্টার্ড করতে চান সেই মোবাইল নম্বর দিতে হবে এবং পরবর্তী পর্যায়ে যেতে হবে। মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য আসবে একটি OTP। পরবর্তী সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে ফিলাপ করতে হবে FATCA declaration form। নথি হিসাবে আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি তুলে আপলোড করতে হবে। এরপরেই সমস্ত প্রক্রিয়া হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে CIF number এবং account number। এই ধরনের অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া হয় RuPay debit card।