SBI এটিএম কার্ডে ২০,০০০ এর বেশী টাকা কীভাবে তুলবেন?

২০১৮ সালের ৩১শে অক্টোবরের পর থেকে গ্রাহকদের জন্য নয়া নিয়মে গ্রাহকরা ক্লাসিক ও মায়োস্ত্রো ডেবিট কার্ডের ক্ষেত্রে দৈনিক ২০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না।

SBI সূত্রে জানা গিয়েছে, নগদ লেনদেন কমাতে ও টাকা লেনদেন সংক্রান্ত প্রতারণা প্রতিরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজন হলেও ২০,০০০ থেকে ৪০,০০০ এর বেশি টাকা তাদের গ্রাহকেরা একদিনে তুলতে পারবেন না বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

২০১৮ সালের মার্চ মাসে ৩৯ কোটি টাকার ডেবিট কার্ড বিলি করেছে এই রাষ্ট্রীয় ব্যাঙ্ক। যার মধ্যে ভারতে প্রায় ২৬ কোটি কার্ড এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।

আসুন জেনে নিন কিভাবে SBI এটিএম কার্ড থেকে ২০,০০০ এর বেশি টাকা তোলা যাবে। SBI এটিএম থেকে কুড়ি হাজার টাকার বেশি তুলতে হলে আপনাকে আপনার ক্লাসিক এবং মেস্ট্রো কার্ড বদলে এসবিআই প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা আপনাকে SBI গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নিতে হবে।

এস বি আই প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

এই কার্ড ব্যবহার করে আপনি সারা বিশ্বে কেনাকাটা করতে পারেন এবং এই কার্ড ব্যবহার করে আপনি প্রতিদিন ১০০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

এস বি আই গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

এসবিআই গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়ে আপনি সারা বিশ্বে যে কোন জায়গায় কেনাকাটা করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে। এই কার্ডের ব্যবহার করে আপনি প্রতিদিন ৫০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

এস বি আই গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড

এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডটি এসবিআই এর অন্যান্য ডেবিট কার্ডের মতোই একটি এটিএম কার্ড যার মাধ্যমে আপনি প্রতিদিন ৪০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন। এই কার্ডের বাড়তি সুবিধা হলো এই কার্ড ব্যবহার করে আপনি সারা বিশ্বে যে কোন যায়গায় টাকা তুলতে পারেন এবং পেমেন্ট করতে পারেন

এসবিআই মুম্বাই মেট্রো কম্বো কার্ড

এই কার্ড একমাত্র মুম্বাইয়ের পেট্রোল স্টেশনে ব্যবহার করা যায় এই এটিএম কার্ড এসবিআই এর অন্যান্য এটিএম কার্ড এর মতই সুবিধা পাওয়া যায় এতে আপনি প্রতিদিন সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।