হাতে মাত্র ১৫ দিন, Jio ফাইবার রেজিস্ট্রেশনে TV ফ্রী! জানুন রেজিস্ট্রেশন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স জিও যেদিন থেকে ভারতীয় বাজারে তাদের টেলিকম পরিষেবা নিয়ে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে বিপ্লব। টেলিকম ব্যবসায় একের পর এক অফার গ্রাহকদের উপহার হিসাবে তুলে দিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিওর এই অফারের সামনে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকেও একগুচ্ছ অফার তুলে ধরতে হয় গ্রাহকদের কাছে। আর টেলিকম ব্যবসা এরপর রিলায়েন্স জিও পা রেখেছে জিও গিগাফাইবারে।

এই মাসের ১২ তারিখ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ঘোষণা করেন খুব তাড়াতাড়ি ৫ই সেপ্টেম্বর ভারতে তারা রিলায়েন্স জিও ফাইবার পরিষেবা চালু করতে চলেছে। জিও গিগা ফাইবারে চিরাচরিত কেবলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে অপটিক্স ফাইবার। যদিও সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত এই পরিষেবার জন্য গ্রাহকদের কত টাকা গুনতে হবে তার সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও আনুমানিক ৭০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্ল্যান আনা হবে বলে মনে করা হচ্ছে।

সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু করার দিন ঘোষণার সাথে সাথে একগুচ্ছ অফারের কথা বলা হয় গ্রাহকদের জন্য। রিলায়েন্স জিও গিগা ফাইবার লঞ্চের সময় গ্রাহকদের জন্য রিলায়েন্স জিওর তরফ থেকে বিনামূল্যে ফুল এইচডি টেলিভিশন এবং 4K সেট টপ বক্স দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আপনি এলইডি টিভি নিতে না চাইলে সে জায়গায় বেছে নিতে পারেন কম্পিউটারও।

তবে বিনামূল্যে এলইডি টিভি অথবা কম্পিউটার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদি প্ল্যান বেছে নিতে হবে। এছাড়াও বিনামূল্যে রিলায়েন্সের তরফ থেকে দেওয়া এই অফার পাওয়ার জন্য আপনাকে রিলায়েন্স জিও গিগা ফাইবার লঞ্চের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসেই সংযোগ নিতে হবে। আর সংযোগ পেতে করতে হবে রেজিস্ট্রেশন।

কিভাবে জিও গিগা ফাইবারের জন্য রেজিস্ট্রেশন করবেন?

  • জিও গিগা ফাইবারের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনাকে gigafiber.jio.com/registration ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগইন করে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিতে হবে।
  • এগুলির পর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
  • ভেরিফিকেশন করার পর কানেকশন নেওয়ার স্থানের ম্যাপিং করতে হবে।
  • সব তথ্য দেওয়ার পর রিলায়েন্সের এক্সিকিউটিভ আজকে আপনার ঠিকানায় ইনস্টলেশনের জন্য।
  • আপনার বাড়িতে আসা জিওর এক্সিকিউটিভকে আপনার ডকুমেন্ট দেখানোরই পরে হবে ইনস্টলেশন।