বিউটি পার্লারের ব্যবসা করতে চান, এই প্রকল্পে সাহায্য করছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : চাকরির ক্ষেত্রে দিন দিন যতই সুযোগ কমছে ততই ব্যবসার দিকে মন দিচ্ছে যুবসমাজ। এই সকল ব্যবসার মধ্যে গত কয়েক বছর ধরে ভারতে বিউটি পার্লারের ব্যবসা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। শহরের গণ্ডি ছাড়িয়ে এখন গ্রামাঞ্চলগুলিতেও বাড়ছে বিউটি পার্লার। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে মহিলারা এখন নিজেদের সুন্দর করে তোলার জন্য বাড়তি খরচ করতে তৈরি।

শুধু মহিলারা নয়, পুরুষদের মধ্যেও এখন এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে ভারতের এই বিউটি বিজনেস মার্কিন এবং ইউরোপ মূলকের তুলনায় দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করেছে। এই সেক্টরে কম ইনভেস্ট করে বেশি লাভের প্রবণতা রয়েছে।

তবে কম ইনভেস্ট করার কথা বলা হলেও বিভিন্ন সরঞ্জাম এবং রুম সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর খরচ হয়ে থাকে। পাশাপাশি এই ধরনের ব্যবসা খোলার আগে যে জায়গায় এই ব্যবসা খোলার পরিকল্পনা করা হচ্ছে তার জনবসতি এবং মানুষের চাহিদার দিকেও নজর রাখতে হবে, যাতে করে লোকসানের সম্মুখীন না হতে হয়।

এই ব্যবসা খোলার ক্ষেত্রে রুম, ডেকোরেশন এবং অন্যান্য সরঞ্জাম মিলিয়ে খুব কম করে তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে। যন্ত্রপাতি এবং অন্যান্য জিনিসপত্র কেনার ক্ষেত্রেই অন্ততপক্ষে দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হয়, বাকি অন্যান্য খরচ তো আছেই। তবে এই ব্যবসার ক্ষেত্রে সহজেই মিলতে পারে কেন্দ্র সরকারের সাহায্য।

এই ধরনের ব্যবসা খোলার জন্য যেকোনো ভারতীয় নাগরিক কেন্দ্র সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আওতায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। গ্রামীন এলাকায় নন কর্পোরেট ছোট উদ্যোগের জন্য এই লোন দেওয়া হয়। বিউটি পার্লার ছাড়াও এই ধরনের ব্যবসা করার ক্ষেত্রে এই লোনের ব্যবস্থা রয়েছে। এর জন্য বিভিন্ন ব্যাংকের নিয়ম অনুযায়ী ৯ থেকে ১০% সুদ গুনতে হয়।