পোষ্য নিয়ে ট্রেনে সফর করতে হলে রেলের এই নিয়ম অনুযায়ী কাটতে হবে টিকিট

নিজস্ব প্রতিবেদন : বহু মানুষকেই লং ট্যুরে যেতে দেখা যায়। লং ট্যুরে যাওয়ার সময় বাড়িতে যে সকল পোষ্য, যেমন কুকুর, বিড়াল বা অন্য কোন প্রাণী দীর্ঘদিন ছেড়ে যেতে চান না। যে কারণে তাদের সঙ্গে নিয়েই সফর করতে দেখা যায় বহু যাত্রীকে। আবার দূর কোথাও যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই ট্রেনের উপর নির্ভর হতে হয়।

রেলের নিয়ম অনুযায়ী কোন যাত্রী চাইলে তার পোষ্যকে সঙ্গে নিয়েই সফর করতে পারেন। পোষ্যকে সঙ্গে নিয়ে সফর করার ক্ষেত্রে রেলের কোন আপত্তি নেই। তবে সফর করার জন্য ওই যাত্রীকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। সফর করার আগে প্রথম নিয়ম হলো নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী টিকিট বুকিং করা।

পোষ্যকে সঙ্গে নিয়ে নন-প্রিমিয়াম বা প্রিমিয়াম সব ধরনের ট্রেনেই সফর করা যেতে পারে। শুধু ওই ট্রেনে যেন এসি ফার্স্ট ক্লাস কোচ থাকে। কেননা এসি ফার্স্ট ক্লাস কোচ না থাকলে পোষ্য নিয়ে সফর করা সম্ভব নয়। রেলের নিয়ম অনুযায়ী পোষ্যকে সঙ্গে নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে এসি ফার্স্ট ক্লাস কোচের কেবিন বুকিং করতে হবে।

এর পাশাপাশি যাত্রীরা চাইলে দুই সিটের কুপ বুকিং করতে পারেন। পোষ্যকে সঙ্গে নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে কুপ অথবা কেবিন বুকিং করতে হবে যাত্রীদের। এর পাশাপাশি দুটি টিকিট বুকিং করতে হবে। টিকিট বুকিংয়ের নিয়ম ছাড়াও আরও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মানা জরুরি বলে জানাই রেল।

যেমন চারপেয়ে প্রাণী হলে তার টিকাকরণ থাকতে হবে এবং সেই টিকাকরণের সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এছাড়াও ট্রেনে সফর করানোর আগে চিকিৎসকের কাছে পোষ্যকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এছাড়াও পোষ্যের ওজন করানোর পর প্রতি কিলো ৩০ টাকা হিসাবে দিতে হবে।