ঝামেলা শেষ, এবার Paytm অ্যাপেই জানা যাবে কোথায় রয়েছে আপনার ট্রেন

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। দেড়শ কোটির দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ট্রেন লেট অথবা বাতিল হওয়ার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

রেল স্টেশনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় যাত্রীদের মন চঞ্চল হয়ে ওঠে কখন তার ট্রেন স্টেশনে এসে পৌঁছাবে। ট্রেনের এই স্থিতি জানার জন্য অনেকেই আলাদা করে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে রাখেন। আলাদা করে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে স্মার্টফোনের উপর বাড়তি চাপ তৈরি হয়। সেই জায়গায় যাদের স্মার্টফোনে পেটিএম অ্যাপ রয়েছে তারা সেই অ্যাপ থেকেই এবার তাদের ট্রেন কোথায় রয়েছে জানতে পারবেন।

আপনার ট্রেন কোথায় রয়েছে তা জানার জন্য নিজের স্মার্টফোনে পেটিএম অ্যাপ ডাউনলোড থাকতে হবে। এমনিতেই বর্তমান ডিজিটাল লেনদেনের যুগে ভারতের বড় সংখ্যার স্মার্টফোন ব্যবহারকারীদের স্মার্টফোনে এই অ্যাপ ডাউনলোড রয়েছে। সুতরাং এই অ্যাপের মাধ্যমে ট্রেনের স্থিতির বিবরণ দেওয়ার ফলে সুবিধা অনেকটাই বাড়ল যাত্রীদের।

পেটিএম অ্যাপের মাধ্যমে ট্রেন কোথায় রয়েছে তা জানার জন্য এটিএম অ্যাপ খোলার পর Ticket Booking অপশন বেছে নিতে হবে এবং সেখানে থাকা Train Tickets অপশনে ক্লিক করতে হবে। এরপর Train Status নামে আর একটি অপশন দেখতে পাওয়া যাবে সেখানে ক্লিক করতে হবে।

ঠিক এরপরেই নির্দিষ্ট জায়গায় ট্রেনের নাম অথবা ট্রেনের নম্বর এবং বোর্ডিং স্টেশন বেছে নিতে হবে। এগুলি সব সঠিকভাবে বেছে নেওয়ার পর বেছে নিতে হবে দিন অর্থাৎ কোন তারিখের ক্ষেত্রে আপনি ট্রেনের স্ট্যাটাস জানতে চাইছেন। তারপর Check Live Status অপশনে ক্লিক করতে হবে। এর সঙ্গে সঙ্গেই আপনাকে আপনার বেছে নেওয়ার ট্রেনের বর্তমান স্থিতি দেখানোর পাশাপাশি উপরে একটি হলুদ স্ক্রিনের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হবে ট্রেনটি বর্তমানে কোন জায়গা পার করলো অথবা কোন স্টেশন ঢুকতে চলেছে।